ডিএ মামলার রায় থেকে শুরু করে মেজাজ হারালেন আফগানিস্তানের তারকা অলরাউন্ডার মহম্মদ নবি, সারাদিনের খবর জানুন এক ক্লিকে

Published : Jan 12, 2026, 07:55 PM IST
News RoundUp

সংক্ষিপ্ত

সারা দিনের সেরা খবর, গোটা দিনের বাছাই করা খবর, যা না পড়লেই নয়। আজকের সেরা পাঁচটি খবরে নজর বুলিয়ে নিন এক মিনিটে। একটা ক্লিকেই গোটা দুনিয়ার সেরা খবর পেয়ে যান এশিয়ানেট বাংলার নিউজ রাউন্ড আপে।

১. বছর পেরোলেও এখনও ডিএ মামলার (Dearness Allowance) রায় সামনে আসেনি। বর্তমানে জাজমেন্ট রিজার্ভ রয়েছে সুপ্রিম কোর্টে। এদিকে এখনও সপ্তম পে কমিশন নিয়ে কোনো উচ্চবাচ্য করেনি রাজ্য সরকার। ডিএ বৃদ্ধির ঘোষণাও নেই বহুদিন। এই পরিস্থিতিতে সরকারি কর্মীদের ক্ষোভ ক্রমশই বাড়ছে। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন

নবান্নে শুরু তোড়জোড়! বাড়ছে DA- তৈরি হবে সপ্তম বেতন কমিশনও? নতুন বছরে বিরাট আপডেট

২. লরেন্স বিশ্নোই আন্তর্জাতিক গ্যাংস্টার চক্রের ৩ সদস্য পাকড়াও হাওড়া স্টেশন থেকে। কুখ্যাত আন্তর্জাতিক গ্যাংস্টার লরেন্স বিশ্নোই দলের ৩ সদস্যকে পাকড়াও করে পুলিশ। হাওড়া সিটি পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাঞ্জাবের তিন দুষ্কৃতীকে গ্রেফতার করে গোলাবাড়ি থানা। ধৃতরা হল করণ পাঠক, তরুণ দ্বীপ সিংহ এবং আকাশ দীপ সিংহ। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন… 

ভিনরাজ্যে কুকর্ম করে বাংলায় গা-ঢাকা দেওয়ার চেষ্টা! হাওড়া স্টেশন থেকে ধৃত পাঞ্জাবের ৩ দুস্কৃতী

৩. দিল্লির মার্কিন দূতাবাসে সার্জিও গোর জানান, ট্রাম্প আগামী ১-২ বছরে ভারত সফরে আসতে পারেন। তিনি বলেন, এই সম্পর্ক বিশ্বাস ও বোঝাপড়ার। আমেরিকা চুক্তি সম্পাদনে প্রতিশ্রুতিবদ্ধ। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন… 

ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! কবে শুরু হচ্ছে সফর! জেনে নিন

৪. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে বর্ণনা করেছেন, যা তেলসমৃদ্ধ দক্ষিণ আমেরিকার এই দেশটিতে ওয়াশিংটনের ভূমিকা নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন… 
'ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট', নিজেই ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প

৫. এবারের আইপিএল-এ (IPL 2026) কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) থেকে মুস্তাফিজুর রহমানের বাদ পড়া নিয়ে প্রশ্নে মেজাজ হারালেন আফগানিস্তানের (Afghanistan) তারকা অলরাউন্ডার মহম্মদ নবি (Mohammad Nabi)। তিনি এখন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (Bangladesh Premier League 2026) নোয়াখালি এক্সপ্রেসের (Noakhali Express) হয়ে খেলছেন। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন… 

মুস্তাফিজুরের আইপিএল থেকে বাদ পড়া নিয়ে প্রশ্ন, বাংলাদেশের সাংবাদিককে সবক শেখালেন নবি

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Biplab Deb: বাংলায় এসে মমতাকে বেলাগাম আক্রমণ বিপ্লব দেবের, দেখুন কী বলছেন
'ভারতকে নেতৃত্ব দিচ্ছেন আরও এক নরেন্দ্র, নরেন্দ্র মোদী' নারায়ণগড়ে মন্তব্য দিলীপের | Dilip Ghosh