- Home
- West Bengal
- Kolkata
- নবান্নে শুরু তোড়জোড়! বাড়ছে DA- তৈরি হবে সপ্তম বেতন কমিশনও? নতুন বছরে বিরাট আপডেট
নবান্নে শুরু তোড়জোড়! বাড়ছে DA- তৈরি হবে সপ্তম বেতন কমিশনও? নতুন বছরে বিরাট আপডেট
বাংলার সরকারি কর্মীদেরও জন্য বড় খবর। নবান্নে নাকি শুরু হয়েছে বিরাট তোড়জোড়। নতুন বছরে নয়া সুখবর দিতে তৈরি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। বাড়ছে DA- তৈরি হবে সপ্তম বেতন কমিশনও? জেনে নিন আপডেট।

সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণার পথে রাজ্য?
বছর পেরোলেও এখনও ডিএ মামলার (Dearness Allowance) রায় সামনে আসেনি। বর্তমানে জাজমেন্ট রিজার্ভ রয়েছে সুপ্রিম কোর্টে। এদিকে এখনও সপ্তম পে কমিশন নিয়ে কোনো উচ্চবাচ্য করেনি রাজ্য সরকার। ডিএ বৃদ্ধির ঘোষণাও নেই বহুদিন। এই পরিস্থিতিতে সরকারি কর্মীদের ক্ষোভ ক্রমশই বাড়ছে।
এদিকে, বিধানসভা ভোট দুয়ারে। সবকিছু ঠিকঠাক থাকলে এপ্রিল মাসেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করা হবে এবার। আর সেই ভোট-অন-অ্যাকাউন্টে রাজ্য সরকারি কর্মীদের (Government Employees) সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) ঘোষণা করা নিয়ে একাধিক দাবি সামনে আসছে।
আসন্ন বাজেটেই নয়া পে কমিশনের ঘোষণা করবে রাজ্য সরকার? জল্পনা তুঙ্গে। তাহলে কি সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণার পথে রাজ্য? বছর পেরোলেও এখনও ডিএ মামলার (Dearness Allowance) রায় সামনে আসেনি। বর্তমানে জাজমেন্ট রিজার্ভ রয়েছে সুপ্রিম কোর্টে।
এদিকে এখনও সপ্তম পে কমিশন নিয়ে কোনো উচ্চবাচ্য করেনি রাজ্য সরকার। ডিএ বৃদ্ধির ঘোষণাও নেই বহুদিন। এই পরিস্থিতিতে সরকারি কর্মীদের ক্ষোভ ক্রমশই বাড়ছে।
সম্প্রতি রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় আশঙ্কার কথা জানিয়ে দাবি করেছেন, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকেই নয়া বেতন কমিশন গঠনের কথা বলে দিতে রাজ্য সরকার। হতে পারে ডিএ বৃদ্ধিও। যদিও বিষয়টি নিয়ে রাজ্য সরকারের তরফে কোনও আপডেট মেলেনি।
উল্লেখ্য, ২০২৪ সালে লোকসভা নির্বাচনের আগে বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির ঘোষণা করা করা হয়েছিল। লোকসভা ভোটের আগে পরপর দু’বার মহার্ঘ ভাতা বাড়িয়েছিল রাজ্য সরকার। এবারেও কি সেই রকমই কোনো পদক্ষেপ নেবে রাজ্য? সকলের নজর এখন সেদিকে।
সরকারি কর্মচারীদের অধিকার
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটের আগে সরকারি কর্মীদের মনে অসন্তোষ পুষে রাখার কাজ সরকার করবে না। কারণ, এই সরকারি কর্মচারীরা ভোট ব্যাঙ্কের একটি বড় অংশ। পাশাপাশি সাধারণ মানুষের কাছে প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও তাঁদের ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ। এই আবহেই সম্প্রতি তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন মমতার মন্ত্রী মানস ভূঁইয়া। যাতে জল্পনা আরও জোরালো হয়েছে।
সম্প্রতি তৃণমূল কংগ্রেস প্রভাবিত একটি সরকারি কর্মচারী সংগঠনের সভায় মন্ত্রী মানস ভূঁইয়া কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন যে, সরকার খুব ভালোভাবেই জানে সরকারি কর্মীরা বিভিন্ন জনমুখী প্রকল্প রূপায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের অক্লান্ত পরিশ্রম ছাড়া সরকারি পরিষেবা রাজ্যের সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব নয়।
পাশাপাশি বড় মন্তব্য করে রাজ্যের মন্ত্রী বলেন, সরকার চোখ বন্ধ করে নেই। কর্মীদের চিকিৎসা ভাতা, ভ্রমণ ভাতা, ডিএ নিয়ে তাদের দাবির বিষয়ে সরকার সম্পূর্ণ ওয়াকিবহাল। রাজ্যের আর্থিক সঙ্গতি এবং সুযোগ-সুবিধা অনুযায়ী স্বয়ং মুখ্যমন্ত্রী এই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবেন বলেও মন্তব্য করেছেন মানস ভূঁইয়া।

