News Round-up: ফের এসআইআর-আতঙ্কে মৃত্যু থেকে বিহারে সরকার গঠন, সারাদিনের খবর এক ক্লিকে

Published : Nov 19, 2025, 08:37 PM IST
News Round-up

সংক্ষিপ্ত

News Round-up: সারাদিনের সেরা খবর, পুরো দিনের বাছাই করা খবর, যা না পড়লেই নয়। আজকের সেরা পাঁচটি খবরে নজর বুলিয়ে নিন এক মিনিটে। একটা ক্লিকেই সারা দুনিয়ার সেরা খবর পেয়ে যান এশিয়ানেট বাংলার নিউজ রাউন্ড-আপে।

১. রাজ্যে এসআইআর শুরু হওয়ার পর থেকে ২৮ জন প্রাণ হারিয়েছেন। কয়েকজন ভয় এবং অনিশ্চয়তার কারণে, আবার কয়েকজন চাপ এবং অতিরিক্ত কাজের কারণে। এমনই অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জলপাইগুড়ির মাল ব্লকে এক বিএলও আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী।

বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- জলপাইগুড়িতে বিএলও-এর মৃত্যু, নির্বাচন কমিশনকে তুলোধনা মমতা বন্দ্যোপাধ্যায়ের

২. এসআইআর ও এনআরসি-র আতঙ্কে উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার যদুরহাটি অঞ্চলে শফিকুল মন্ডল নামে ৫৭ বছর বয়সি এক ব্যক্তি কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ। শফিকুলের দ্বিতীয় স্ত্রী ও সন্তানদের বয়সের পার্থক্য নিয়ে সমস্যা হচ্ছিল। অনেকে ভয় দেখিয়েছিল, ডিটেনশন ক্যাম্পে যেতে হবে। সেই আতঙ্কেই তিনি আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পরিবারের।

বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- 'অনেকে ভয় দেখিয়েছিল, ডিটেনশন ক্যাম্পে যেতে হবে,' এসআইআর-আতঙ্কে আত্মহননের অভিযোগ

৩. জলপাইগুড়ির মাল ব্লকের নিউগ্লাঙ্গো চা বাগানে মহিলা বুথ লেভেল অফিসারের রহস্যমৃত্যু ঘিরে তুমুল উত্তেজনা। মৃতা বিএলএর নাম শান্তি মুনি এক্কা, বয়স ৪৮। পেশায় তিনি ছিলেন আইসিডিএস কর্মী। সম্প্রতি এসআইআর সমীক্ষার কাজে নিযুক্ত হয়েছিলেন শান্তি মুনি। বুধবার ভোরে নিজের বাড়ির উঠানে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় তাঁর দেহ। 

বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- বিএলও-র মৃত্যুতে অশান্ত মালবাজার, মানসিক চাপে আত্মঘাতীর অভিযোগ পরিবারের

৪. সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলি লালকেল্লা থেকে কাশ্মীরের জঙ্গল পর্যন্ত ভারতে হামলা চালিয়েছে, এমনই স্বীকারোক্তি পাকিস্তানের নেতা চৌধুরী আনোয়ারুল হকের। পহেলগাঁওয়ে জঙ্গি হামলা এবং সম্প্রতি দিল্লি বিস্ফোরণে পাকিস্তানের হাত থাকার কথা স্বীকার করেছেন চৌধুরী।

বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- লালকেল্লা থেকে কাশ্মীর, ভারতে হামলা করেছি! অবশেষে লজ্জার স্বীকারোক্তি পাক নেতার

৫. দশমবার বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করতে চলেছেন নীতীশ কুমার। বুধবার তিনি এনডিএ পরিষদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন। এদিনই রাজভবনে গিয়ে পদত্যাগ করার পাশাপাশি নতুন সরকার গঠনের দাবিও জানিয়ে এসেছেন নীতীশ। 

বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- এনডিএ পরিষদীয় দলের নেতা নির্বাচিত হলেন, দশমবার বিহারের মুখ্যমন্ত্রী হচ্ছেন নীতীশ কুমার

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Suvendu Adhikari: ‘ভিতরের খবর দিয়ে গেলাম!’ তৃণমূলের আসল খেল আজ ফাঁস করলেন শুভেন্দু
'মোদীকে পাকিস্তানে পাঠাও', বেফাঁস মন্তব্যে ফের বিতর্কে তৃণমূলের উদয়ন গুহ