মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন উবাচ। তিনি ভারত-চিন-রাশিয়ার বন্ধুত্ব নিয়ে আবারও কটাক্ষ করেছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন উবাচ। তিনি ভারত-চিন-রাশিয়ার বন্ধুত্ব নিয়ে আবারও কটাক্ষ করেছেন। নিজের সোশ্যাল মিডিয়ায় যা নিয়ে বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে তিনি চিনের SEO বৈঠকের তিন দেশের রাষ্ট্রপ্রধানেরও ছবি পোস্ট করেছেন। তবে এই তিন দেশের সঙ্গে যুদ্ধ ঘোষণা করার পর তিনটি দেশ ট্রাম্পকে তেমন গুরুত্ব না দেওয়ায় মার্কিন প্রেসিডেন্টের সংকট যে বাড়িয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না।
মার্কিন প্রেসিডেন্টের নতুন বার্তা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালএ বলেছেন, 'মনে হচ্ছে আমরা ভারত ও রাশিয়াকে সবথেকে গভীরতম, অন্ধকার চিনের কাছে হারিয়ে ফেলেছি।'

সপ্তাহের শুরুতে তিয়ানজিং-এ সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে চিনের রাষ্ট্রপতি শি জিংপিং, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আমন্ত্রণ জানিয়েছিলেন। দুটি দেশের রাষ্ট্রপ্রধান উপস্থিতি হয়েছিলেন। এছাড়়াও একাধিক দেশের রাষ্ট্রপ্রধান উপস্থিত ছিলেন। কিন্তু ভারত-চিন-রাশিয়া- তিন দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে বিশেষ কথাবার্তা হয়েছে। ভারত একাধিক দ্বিপাক্ষিক বৈঠক করেছে। যা নিয়ে ট্রাম্প কটাক্ষ করেছেন।
ভারতের ওপর এমনিতেই ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু রাশিয়া থেকে তেল কেনার জন্য অতিরিক্ত আরও ২০ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন। সব মিলিয়ে ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। শুধু ভারত নয়, গোটা বিশ্বের সঙ্গেই অলিখিত শুল্ক যুদ্ধ শুরু করেছেন ট্রাম্প। যার কারণে বিশ্ব জুড়েই অস্থিরতা বাড়ছে। রাশিয়া সঙ্গে সম্পর্ক আগে থেকেই খারাপ ছিল। কিন্তু চিনের সঙ্গে সম্পর্ক খারাপ হলেও এই দেশটির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। তিনি চিনেও সফর করতে পারেন বলেও সূত্রের খবর।
