২৬ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে সমুদ্র স্নান, জেনে নিন কেমন পরিস্থিতি দীঘার
অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ডানার প্রভাবে দিঘা, মন্দারমণির সৈকত বন্ধ করে দেওয়া হয়েছে। ২৬ অক্টোবর পর্যন্ত সমুদ্রস্নান নিষিদ্ধ এবং পর্যটকদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
Sayanita Chakraborty | Published : Oct 24, 2024 3:58 AM IST / Updated: Oct 24 2024, 09:37 AM IST
ক্রমে ঘনাচ্ছে মেঘ। ঘূর্ণিঝড় দানার আগাম সতর্কতার হিসেবে দুপুর থেকে দিঘা, মন্দারমণির সৈকত খালি করার নির্দেশ দিয়েছে প্রশাসন। জানানো হয়েছে, আগামী ২৬ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে সমুদ্র স্নান।
এদিকে শক্তি বাড়িয়ে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ডানা। ঘূর্ণিঝড়টি বর্তমানে মধ্য বঙ্গোপসাগর ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছ বলে জানিয়েছে আবহাওযা দফতর।
পারদ্বীপের দক্ষিণ-পূর্বে ২৮০ কিলোমিটার দূরে রয়েছে ডানা। ঘূর্ণিঝড়টি ধামরার থেকে ৩১০ কিলোমিটার দূরে অবস্থান করছে।
সাগরদ্বীপ থেকে ৩৭০ কিলোমিটার দূরে আছে ডানা। আজ মধ্যরাত থেকে আগামীকাল সকেলের মধ্যে এটি তীব্র ঘূর্ণিঝড় হিসেবে ল্যান্ডফল হবে।
এদিকে আজ সকাল থেকেই দিঘায় ঢেউ বাড়ছে সমুদ্রে। শুরু হয়েছে বৃষ্টি। এদিকে কাল দুপুর থেকেই দিঘা, মন্দারমণির সৈকত খালি করার নির্দেশ দিয়েছিল প্রশাসন।
চলছে মাইকিং। পুলিশ বার বার নিষেধাজ্ঞা জারি করেছে। তার মধ্যেও অনেককে সমুদ্রের ধারে আসতে দেখা গিয়েছিল।
অধিকাংশ পর্যটক দিঘা ছেড়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। যারা যাননি তাদের যেতে বলা হচ্ছে, না গেলে হোটেলের মধ্যে থাকার কথা জানাচ্ছে প্রশাসন।
তবে, পর্যটকদের মনে তেমন ভয় নেই। তাদের সমুদ্রের ধারে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে গত সন্ধ্যায়।
গত সন্ধ্যা থেকেই উত্তাল ছিল সমুদ্র। তবে, সন্ধ্যার দিকে তেমন বৃষ্টি হয়নি। সে কারণে সমুদ্রের হাওয়া উপভোগ করতে পর্যটকরে সমুদ্রের ধারে ভিড় জমায়।
আপাতত ২৬ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে সমুদ্রে স্নান। পর্যটকদের ঘরে থাকার অনুরোধ করা হয়েছে প্রশাসন থেকে। এদিকে পরিস্থিতি মোকাবিলায় সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হয়েছে।