- Home
- West Bengal
- West Bengal News
- DA: ফেব্রুয়ারিতেই রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা ঘোষণা? ডিএ নিয়ে এল বড় আপডেট
DA: ফেব্রুয়ারিতেই রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা ঘোষণা? ডিএ নিয়ে এল বড় আপডেট
- FB
- TW
- Linkdin
আবার ডিএ ঘোষণা
নতুন বছর শুরু হয়ে গেলেও এখনও রাজ্য সরকার নতুন কোনও ণহার্ঘ ভাতা বা ডিএ ঘোষণা করেনি। রাজ্য সরকারি কর্মীদের মধ্যে জল্পনা শুরু হয়েছে কবে ঘোষণা করা হবে ডিএ।
দুই বছর দুই বার
২০২৩ ও ২০২৪ সাল -পরপর দুই বছর বছর ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার। সরকারি কর্মীরা খুশি হয়েছিলেন।
এপ্রিলের পর ঘোষণা নেই
গত বছর এপ্রিল মাসে শেষবারের মত ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার। তারপর আর ডিএ নিয়ে কোনও উচ্চবাচ্চা নেই নবান্নের।
কেন্দ্রের ডিএ
গত বছর শেষের দিকে অর্থাৎ অক্টোবর মাসে ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ ৩ শতাংশ হারে বাড়ান হয়েছিল।
হতাশ রাজ্যের কর্মীরা
বর্তমানে কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মীদের মধ্যে ডিএ ফারাক প্রায় ৩৯ শতাংশ। তাতে রীতিমত হতাশ রাজ্যের সরকারি কর্মীরা। আলোচনা শুরু হয়েছে কবে আবার বাড়বে ডিএ।
বাজেটে ডিএ
নবান্নে গুঞ্জন রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি নিয়ে বড় ঘোষণা থাকতে পারে রাজ্য সরকারের বাজেটে। চলতি বছর ফ্রেব্রুয়ারি মাসেই পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকার। তাই আশা জোরাল হচ্ছে।
২০২৬-এ বিধানসভা নির্বাচন
২০২৬ সালে বিধানসভা নির্বাচন। আর সেই কারণে এই বছরই পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে নবান্ন। তাই এই বাজেটে ডিএ নিয়ে বড় ঘোষণা থাকতে পারে বলে আশা করা হচ্ছে।
ভাতার সঙ্গে মহার্ঘ ভাতা বৃদ্ধি!
অনেকেই মনে করেছেন,আসন্ন বাজেটে রাজ্য সরকার কয়েকটি সরকারি প্রকল্পের ভাতা বৃদ্ধির সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করতে পারে।
বাজেটে চোখ
রাজ্যের বাজেটে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি সিদ্ধান্ত নেন ও ঘোষণা করেন সেই দিকে তাকিয়ে রয়েছেন সরকারি কর্মীরা।
আগেই পথে সরকারি কর্মীরা
২৭ শে জানুয়ারি ২০২৫ ফের পথে নামতে চলেছে মহার্ঘ ভাতা-সহ একাধিক দাবিতে তৈরি হওয়া সংগ্রামী যৌথ মঞ্চ। তারা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করার প্রস্তুতি নিয়েছে।