Weather News: নিম্নচাপে পরিণত হতে চলেছে বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত, কোন কোন জেলায় সবথেকে বেশি বৃষ্টি হবে?
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে যে, বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে, তা ধীরে ধীরে নিম্নচাপে পরিণত হলে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
Web Desk - ANB | Published : Jul 17, 2023 6:30 AM / Updated: Jul 17 2023, 06:43 AM IST
গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও ওড়িশার উপর অবস্থান করছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপর সৃষ্ট ঘূর্ণাবর্ত।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে যে, এই ঘূর্ণাবর্ত ধীরে ধীরে নিম্নচাপে পরিণত হলে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। এর মধ্যে রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর।
ধীরে ধীরে এই ঘূর্ণাবর্ত ওড়িশা অভিমুখে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু, এর প্রভাবে চলতি সপ্তাহ জুড়ে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি অব্যাহত থাকবে।
উত্তরবঙ্গে বৃষ্টি আগের তুলনায় বেশ কিছুটা কমে এসেছে। আপাতত বৃষ্টি বাড়ার কোনও সম্ভাবনা নেই।
জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় মাঝারি বৃষ্টিপাত (৭ থেকে ১১ সেন্টিমিটার) হতে পারে। তবে, মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ আরও কমে যাবে বলে পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস।