সংক্ষিপ্ত

রাজধানীর রাস্তায় চলছে নৌকো! নতুন করে আবার বৃষ্টি হচ্ছে দিল্লিতে। প্রবল জলের সুরাহা হবে কীভাবে? উপরাজ্যপালের সঙ্গে আলোচনায় বসলেন নরেন্দ্র মোদী। 

 

 

কোথাও এক কোমর, কোথাও এক হাঁটু, রাজধানী দিল্লি এখন প্রায় পুরোটাই জলমগ্ন! প্রবল বৃষ্টির জেরে বিপদসীমা ছাড়িয়ে দেশের রাজধানীকে ভাসিয়ে দিয়েছে যমুনা নদীর জল। লালকেল্লার দেওয়ালে এখন দিনভর ঢেউয়ের ধাক্কা! দিল্লি জুড়ে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। পুরনো বিপদকে নতুন করে চাগাড় দিয়েছে শনিবারের বৃষ্টি। নতুন করে বৃষ্টি হওয়ার দরুন জল আরও বেড়ে গিয়েছে রাজধানীর রাস্তায়। জলমগ্ন পরিস্থিতিতে বাড়ির ভেতর আটকে থাকার পাশাপাশি রাস্তায় বেরোতেও নাজেহাল হতে হচ্ছে সাধারণ মানুষকে। এই পরিস্থিতিতে উপরাজ্যপাল লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনার সঙ্গে আলোচনায় বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আবু ধাবি থেকেই ফিরেই দিল্লির জলমগ্ন পরিস্থিতির সুরাহা করার রাস্তা সম্পর্কে আলোচনায় বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য প্রশাসনের তরফে কী কী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, তা জানতে চেয়েছেন তিনি। উল্লেখ্য, বন্যা পরিস্থিতির কথা বুঝেই গোটা শহর জুড়ে অনেক ত্রাণশিবির খুলেছে দিল্লি প্রশাসন। দুর্যোগকবলিত মানুষদের উদ্ধার করে সেই সব শিবিরে ঠাঁই দেওয়া হয়েছে। যে রাস্তাগুলি সম্পূর্ণ জলমগ্ন হয়ে রয়েছে, সেখান থেকে জল বের করার কাজ শুরু হয়েছে। পরিস্থিতি সামলানোর জন্য মিরট থেকে দুটি টাস্ক ফোর্সও আনা হয়েছে।

শনিবার সকালের দিকে বৃষ্টি বেশ কিছুটা কমে আসায় অনেক এলাকা থেকে জমা জল বেরিয়ে গিয়েছিল। কিন্তু, নতুন করে আবার বৃষ্টি শুরু হওয়ায় জলস্তর আবার বৃদ্ধি পেয়েছে। যেসব এলাকায় আগে থেকেই জল জমে ছিল, সেখানে জলস্তর আরও বেড়ে গেছে, ফলে প্রবল সমস্যায় পড়েছেন বাসিন্দারা। রবিবারও দিল্লিতে বেশ কিছুটা বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
 

 

আরও পড়ুন-
Mimi Chakraborty: উফফফ! শাড়িতে জড়ানো মিমির শরীরী উষ্ণতায় এমনই শব্দ উথলে উঠছে ভক্তদের চোখে
ললিত অশোক ব্যাঙ্গালোর হোটেলের ‘চিফ হ্যাপিনেস অফিসার’-কে চেনেন? মাসিক আয় শুনলেও অবাক হবেন
PM Modi: খাবারে নিরামিষ, ঐতিহ্যে রাজকীয়তা, দেখে নিন মোদীর আরব যাত্রার ভিডিও
Katrina Kaif Birthday: এ কি কাণ্ড! চল্লিশের জন্মদিনের আগেই নিরুদ্দেশ হয়ে গেলেন ক্যাটরিনা কাইফ, কী বলছেন ভিকি কৌশল?
Sex Tips: সেক্সে সমস্যা? যৌন জীবনে স্ফূর্তি ফিরিয়ে আনতে মেনে চলুন কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস