WB Weather Update: শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড় মন্থা! নিন্মচাপের রাজ্যের জেলায় জেলায় দুর্যোগের ভ্রুকুটি

Published : Oct 29, 2025, 07:30 PM IST

শক্তি হারিয়ে ঘূর্ণিঝড় মন্থা গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় ৩১শে অক্টোবর পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ।

PREV
15
ঘূর্ণিঝড় মন্থা গভীর নিম্নচাপে পরিণত

শক্তি হারিয়ে ঘূর্ণিঝড় মন্থা গভীর নিম্নচাপে পরিণত। উত্তর অন্ধ্রপ্রদেশ সংলগ্ন তেলেঙ্গানা তে অবস্থান। এটি ভদ্রচলম থেকে পূর্ব ও দক্ষিণে এর কেন্দ্রবিন্দু। এটি এখনো উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। আজ সন্ধ্যার মধ্যেই এটি আরও দুর্বল হবে। এর অভিমুখ দক্ষিণ ছত্রিশগড়।

25
সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা মৎস্যজীবীদের

৩০ শে অক্টোবর পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা মৎস্যজীবীদের। এছাড়া নীচু এলাকায় জল জমতে পারে। শহরের আন্ডারপাস সহ নিচু এলাকায় জল জমতে পারে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। ার্বত্য এলাকায় ধ্বসের আশঙ্কা। পাহাড়ের দৃশ্যমানতা কমতে পারে ভারী বৃষ্টির কারণে।

35
দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা

দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা। উপকূলের জেলা দিয়ে শুরু হয়ে উত্তরবঙ্গ লাগোয়া জেলা পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। ৩১ শে অক্টোবর পর্যন্ত ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে।

45
৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস

৩০ শে অক্টোবর ভারী বৃষ্টির সম্ভাবনা মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি জেলাতে। ২৯ থেকে ৩১ অক্টোবর উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রতিটা জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে।

55
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা

উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। ৩১ শে অক্টোবর শুক্রবার উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি জেলাতে অতি ভারী বৃষ্টি অর্থাৎ ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা। ঐদিন ভারী বৃষ্টি হবে মালদা এবং উত্তর দিনাজপুরেও। বাংলার বিভিন্ন জায়গায় হবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। এদিকে আজ বুধবার সকাল থেকেই দেখা যাচ্ছে মেঘলা আকাশ। কোথাও কোথাও হচ্ছে বিক্ষিপ্ত বৃষ্টি। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস।

Read more Photos on
click me!

Recommended Stories