WB Heavy Rain alerts: অন্ধ্রপ্রদেশে ল্যান্ডফল করেছে ঘূর্ণিঝড় মোন্থা। আর তার পরোক্ষ প্রভাবের ফলে বুধবার সকাল থেকেই দফায়-দফায় বৃষ্টিতে ভিজছে দক্ষিণবঙ্গ সহ একাধিক জেলা। দিনভর কেমন থাকবে আবহাওয়া? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
ঘূর্ণিঝড় মোন্থার পরোক্ষ প্রভাব বাংলায়। মঙ্গলবার রাত থেকেই উপকূলবর্তী জেলাগুলিতে শুরু হয়েছে বৃষ্টি। কোথাও হালকা থেকে মাঝারি আবার কোথাও ভারী বৃষ্টিপাত। বুধবার সকালেও চলছে বৃষ্টি। পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টি চললেও শহর কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে দফায় দফায়।
25
মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ঘূর্ণিঝড় মোন্থার পরোক্ষ প্রভাব হিসেবে দক্ষিণবঙ্গের জেলায়-জেলায় বইছে ঝোড়ো হাওয়া। সঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি। বুধবার সকাল থেকেই আকাশের মুখভার। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা করা হয়েছে। দীঘা, মন্দারমণি তাজপুর জারি রয়েছে সতর্কতা। এমনকি পর্যটকদেরও সমুদ্রের পার্শ্ববর্তী এলাকা থেকে সরে যেতে বলা হচ্ছে। একই সঙ্গে তাল মিলিয়ে চলছে সতর্কবার্তা মাইকিং।
35
মোন্থায় উত্তাল সমুদ্র
বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় মোন্থা ক্রমশই এগিয়ে আসছে উপকূলের দিকে । যদিও ঘূর্ণিঝড় মোন্থা সরাসরি প্রভাব বাংলায় না পড়লেও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা সহ উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টি শুরু হয়েছে। সকাল থেকেই কালো মেঘে ঢাকা আকাশ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, অন্ধ্রপ্রদেশে মোন্থা ল্যান্ডফল করেছে। তার জন্য বৃষ্টি এবং হালকা ঝোড়ো হওয়া বইছে। ইতিমধ্যেই সমুদ্র হয়ে উঠেছে উত্তাল।
এদিকে পরিস্থিতি সামাল দিতে সমুদ্র সৈকতের সমস্ত জায়গায় প্রশাসন থেকে মাইকে করে প্রচার শুরু করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত সতর্ক করা হচ্ছে। পরিস্থিতি যাই হোক না কেন আগে ভাগেই সুন্দরবনের উপকূলীয় এলাকাগুলিতে মৎস্যজীবীদের সতর্ক করতে মাইকিং করার কাজ শুরু হয়েছে। এবং আপাতত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
55
কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা?
উপকূলীয় অঞ্চলের মৎস্যজীবীদের সর্তক করা হচ্ছে আগামী কয়েক দিন সমুদ্র উত্তাল থাকবে আজকে মধ্যে সবাইকে উপকূলে ফিরে আসার কথা বলা হয়েছে এবং সাবধানে থাকার পরামর্শও দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, মোন্থার পরোক্ষ প্রভাবে বুধবার দিনভর ভারী বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলা।