জানা গিয়েছে, বিহারে আগেই এসআইআর হয়েছে। কিন্তু, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এর আগে এসআইআর হয়েছিল। তবে সেন্ট্রালাউজড ডেটা ছিল না। এখন নতুন প্রযুক্তি আনা হচ্ছে। একটা অ্যাপ্লিকেশনে সমস্ত তথ্য থাকবে। তাই কোনও ব্যক্তির নাম দুই বা ততোধিক ভোটার তালিকায় থাকলে তার একটি নাম ব্যতীত অন্যগুলো বাদ চলে যাবে।