কর্মসূত্রে বাইরে থাকলে কী ভোটার তালিকা থেকে বাদ যাবে আপনার নাম? বাংলায় SIR নিয়ে প্রকাশ্যে নয়া তথ্য

Published : Oct 29, 2025, 07:53 AM IST

জাতীয় নির্বাচন কমিশন ভোটার তালিকা সংশোধনের জন্য SIR প্রক্রিয়া শুরু করেছে। এই নতুন প্রযুক্তি ডুপ্লিকেট নাম বাদ দেবে এবং বিএলও-রা বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করবেন। এই প্রক্রিয়া সম্পর্কে রইল নানান তথ্য।

PREV
15

কদিন ধরে আলোচনার শীর্ষে SIR। জাতীয় নির্বাচন কমিশন ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া শুরু করে দিয়েছে। আর তার পর থেকেই চরিদিকে শুরু হয়েছে নানান উদ্বেগ। রাজ্যবাসীর মনে দেখা দিয়েছে নানা প্রশ্ন। এবার মিলবে এই সকল প্রশ্নের উত্তর।

25

জানা গিয়েছে, বিহারে আগেই এসআইআর হয়েছে। কিন্তু, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এর আগে এসআইআর হয়েছিল। তবে সেন্ট্রালাউজড ডেটা ছিল না। এখন নতুন প্রযুক্তি আনা হচ্ছে। একটা অ্যাপ্লিকেশনে সমস্ত তথ্য থাকবে। তাই কোনও ব্যক্তির নাম দুই বা ততোধিক ভোটার তালিকায় থাকলে তার একটি নাম ব্যতীত অন্যগুলো বাদ চলে যাবে।

35

এখন প্রশ্ন হল কার বাড়িতে কবে বিএলও যাবেন। জানা গিয়েছে, বিএলও-র কাছে নির্দিষ্ট এলাকার সমস্ত ভোটার সম্পর্কিত তথ্য থাকে। তিনি কোনও এলাকায় যাওয়ার আগে আগাম সেখানে খবর পাঠানো হবে। প্রথমবার খবর না পেলেও চিন্তা নেই। তিনি একবার নয়, প্রতি এলাকায় তিন থেকে চারবার যাবেন।

45

অনেকে চিন্তা কর্মসূত্রে বাইরে থাকলে কী হবে? আসলে বিএলও-র কাছে ইতিমধ্যে সব তথ্য আছে যে কে কে বাইরে থাকেন। তাই চিন্তার কোনও কারণ নেই। আপনার এলাকায় কবে এসআইআর হবে তা আপনি অনেক আগেই খবর পেয়ে যাবে। সেই অনুসারে ব্যবস্থা নিন।

55

তেমনই ১১টি নথি না থাকলেও চিন্তা নেই। নিজের নাম, বাবা-মায়ের নাম থাকলে কোনও নথি দিতে হবে না। ১১টি নথি ব্যতিত নাগরিকত্ব প্রমাণ করার যে কোনও দিলেই হবে। এই জন্য ইআরও ডেকে শুনানি করবেন। সেই ব্যক্তি আপনার সকল বক্তব্য শুনবেন। তাই এখন থেকেই দুশ্চিন্তা করার কিছু নেই।

Read more Photos on
click me!

Recommended Stories