হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণে আপাতত রৌদ্রঝলমল আবহাওয়া থাকলেও পশ্চিমীঝঞ্জার কারণে উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উইকএন্ডে উত্তরের জেলায়-জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা বেশি বলে জানা গিয়েছে।