- Home
- World News
- United States
- প্রবাসী ভারতীয়দের সঙ্গে হোয়াইট হাউসে দিওয়ালি উদযাপন, মোদীর সঙ্গে ফোনালাপ নিয়ে বিস্ফোরক ট্রাম্প
প্রবাসী ভারতীয়দের সঙ্গে হোয়াইট হাউসে দিওয়ালি উদযাপন, মোদীর সঙ্গে ফোনালাপ নিয়ে বিস্ফোরক ট্রাম্প
Donald Trump On Diwali: প্রবাসী ভারতীয়দের সঙ্গে মঙ্গলবার সন্ধ্যায় দিওয়ালি উদযাপন করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দিলেন বিশেষ বার্তাও। কী বললেন তিনি? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

মার্কিন প্রবাসে দিওয়ালি উদযাপন
আমেরিকার প্রবাসী ভারতীয়দের সঙ্গে হোয়াইট হাউসে দিওয়ালি সেলিব্রেশনে মাতলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার সন্ধ্যায় হোয়াইট হাউসে নিজের অফিসে প্রবাসী ভারতীয় হিন্দুদের সঙ্গে দিওয়ালি উদযাপন করেন তিনি। সেই সঙ্গে আলোর উৎসবে সামিল হয়ে বিশেষ বার্তাও দেন ট্রাম্প।
দিওয়ালি উদযাপনে উপস্থিত ছিলেন কারা?
হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব দীপাবলি। সেই উপলক্ষে হোয়াইট হাউসে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফবিআই পরিচালক কাশ প্যাটেল এবং জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসি গ্যাবার্ড সহ বিশিষ্ট ব্যক্তিরা। এদিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে ‘রিজলিউট ডেস্ক’-এর ওপর ফুলে সাজানো টেবিলে রাখা ছিল ঐতিহ্যবাহী পাঁচ প্রদীপওয়ালা পিতলের প্রদীপ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্প দীপাবলির আধ্যাত্মিক তাৎপর্য তুলে ধরেন। তিনি বলেন, “এই প্রদীপ আলোর অন্ধকারের উপর, জ্ঞানের অজ্ঞানতার উপর এবং শুভের অশুভের উপর বিজয়ের প্রতীক।”
ট্রাম্প-মোদী কথা
শুধু তাই নয়, মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে এক আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, অনুষ্ঠানের ঠিক আগে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছেন। ওভাল অফিসে সাংবাদিকদের উদ্দেশে ট্রাম্প বলেন, “আমরা নানা বিষয়ে আলোচনা করেছি, তবে মূলত বাণিজ্য নিয়েই কথা হয়েছে।” একই সঙ্গে তিনি ফের উল্লেখ করেন যে, ভবিষ্যতে ভারত রাশিয়া থেকে উল্লেখযোগ্য পরিমাণে তেল ক্রয় করবে না।
ভারতীয়দের দিওয়ালির শুভেচ্ছা বার্তা
মঙ্গলবার হোয়াইট হাউসে ভারতীয় সম্প্রদায়কে দিওয়ালির শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনার বিষয় পুনরায় উল্লেখ করেন ট্রাম্প। তিনি বলেন, “আমি আজই আপনাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছি। আমাদের অত্যন্ত সুন্দর এক আলোচনা হয়েছে। আমরা বহু বিষয়ে কথা বলেছি, তবে মূলত বাণিজ্য নিয়ে আলোচনা হয়েছে। তিনি এই বিষয়ে গভীর আগ্রহী।” ট্রাম্প আরও বলেন, “ভারতের জনগণকে আমাদের আন্তরিক শুভেচ্ছা জানাই।”
ট্রাম্পের দাবি নিয়ে কী বলল ভারত সরকার?
মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর আলোচনায় আঞ্চলিক শান্তি নিয়েও সংক্ষিপ্তভাবে কথা হয়েছে। তিনি উল্লেখ করেন, অতীতে তিনি ভারত ও পাকিস্তান উভয় দেশকেই সংঘাত এড়াতে আহ্বান জানিয়েছিলেন। তিনি বলেন, “আমরা কিছুক্ষণ আগে আলোচনা করেছি—পাকিস্তানের সঙ্গে যুদ্ধ না হোক। বাণিজ্য নিয়েও কথা হয়েছিল, এবং আমি খুশি যে ভারত ও পাকিস্তানের মধ্যে এখন কোনও যুদ্ধ নেই। এটা খুবই ভালো বিষয়।” ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে “একজন মহান ব্যক্তি” এবং “ঘনিষ্ঠ বন্ধু” বলে প্রশংসা করেন। তিনি মোদীর সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্কের কথাও স্মরণ করেন। তবে, ভারতের পক্ষ থেকে ট্রাম্পের এই সাম্প্রতিক দাবির বিষয়ে এখনও পর্যন্ত কোনও সরকারি প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

