Durga Puja 2023: আগামী বছর দুর্গাপুজো কবে শুরু? ছুটি বাড়ছে না কমছে?

এবারের দুর্গাপুজো এখনও আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি। এরই মধ্যে আগামী বছরের দুর্গাপুজো নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। পুজোর ছুটি নিয়েও আলোচনা চলছে।

এবারের দুর্গাপুজো পড়েছে অক্টোবরের তৃতীয় সপ্তাহে। আশ্বিনের শারদপ্রাতে মহালয়া হলেও, আসল পুজো কিন্তু হচ্ছে কার্তিক মাসে। তবে আগামী বছরের দুর্গাপুজো কিন্তু এত দেরিতে হবে না। ২০২৪ সালে মহালয়া হবে ২ অক্টোবর। পঞ্চমী পড়ছে ৮ অক্টোবর। পরদিন ৯ অক্টোবর ষষ্ঠী। ১০ অক্টোবর সপ্তমী। ১১ অক্টোবর মহাষ্টমী। ১২ অক্টোবর মহানবমী। ১৩ অক্টোবর দশমী। পঞ্চমী পড়েছে মঙ্গলবার এবং দশমী রবিবার। ফলে এবারের মতো দীর্ঘ সপ্তাহান্ত হচ্ছে না। ছুটির দিন কমে যাচ্ছে। এমনিতেই মহালয়ার দিন মহাত্মা গান্ধীর জন্মদিবস হওয়ায় জাতীয় ছুটি। ফলে একটি নিশ্চিত ছুটির দিন নষ্ট হতে চলেছে। দশমীও রবিবার পড়ায় ছুটি নষ্ট হচ্ছে।

আগামী বছরের লক্ষ্মীপুজো পড়ছে ১ নভেম্বর। সেদিন পড়েছে শুক্রবার। ফলে শনিবার ও রবিবার ছুটি পাবেন সরকারি কর্মীরা। তবে তাতেও মহালয়ার দিন গান্ধী জয়ন্তী এবং সপ্তাহের শেষে অষ্টমী, নবমী, দশমী পড়ার আফশোস দূর হচ্ছে না।

Latest Videos

অতীতে দুর্গাপুজো শুরু হত ষষ্ঠীর দিন এবং চলত দশমী পর্যন্ত। কিন্তু গত ২ দশকে বাঙালির শ্রেষ্ঠ উৎসবের ধরন বদলে গিয়েছে। শ্রীভূমি স্পোর্টিং ক্লাব তৃতীয়ায় পুজো উদ্বোধন শুরু করে দেয়। এরপর অন্যান্য পুজো উদ্যোক্তারাও একই পথে হাঁটতে শুরু করে দেন। এবার তো মহালয়ার আগেই কয়েকশো পুজো উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে পশ্চিমবঙ্গে দুর্গাপুুজো এখন আর ৫ দিনে সীমাবদ্ধ নেই। ১০ দিনেরও বেশি সময় ধরে চলছে শারদীয়া উৎসব।

বুধবার চতুর্থী থেকেই ভিড় সামলানোর প্রস্তুতি শুরু করে দিয়েছে কলকাতা পুলিশ। দুর্গাপুজো পরিক্রমায় বেরনো মানুষের সুবিধার জন্য কলকাতা পুলিশের ফেসবুক পেজে বিভিন্ন মণ্ডপে ভিড়ের তথ্য জানানো হচ্ছে। কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কোন মণ্ডপে প্রবেশ করার জন্য কতক্ষণ অপেক্ষা করতে হচ্ছে, সেটা আগামী এক সপ্তাহ ধরে জানিয়ে দেওয়া হবে। মধ্যরাতের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি ভিড় মধ্যে কলকাতার সন্তোষ মিত্র স্কোয়্যারে। এখানে মণ্ডপে প্রবেশ করার জন্য অপেক্ষা করতে হচ্ছে ১৫ মিনিট। উত্তর কলকাতার টালা প্রত্যয় দ্বিতীয় স্থানে। এখানে মণ্ডপে প্রবেশ করার জন্য অপেক্ষা করতে হচ্ছে ১২ মিনিট। এরপরেই আছে দেশপ্রিয় পার্কে। দক্ষিণ কলকাতার এই মণ্ডপে প্রবেশ করার জন্য অপেক্ষা করতে হচ্ছে ১১ মিনিট। যুগ্মভাবে চতুর্থ স্থানে দক্ষিণ কলকাতার শিবমন্দির ও নাকতলা উদয়ন সংঘ। এই ২ মণ্ডপে প্রবেশ করার জন্য অপেক্ষা করতে হচ্ছে ১০ মিনিট করে।

আরও পড়ুন-

Durga Puja 2023: মণ্ডপে প্রবেশ কতক্ষণে? ফেসবুকে লাইভ আপডেট কলকাতা পুলিশের

Weather Updates: নবমী থেকে শুরু হবে বৃষ্টি, কলকাতা-সহ ছয় জেলায় বৃষ্টির সম্ভাবনা

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
শুভেন্দুকে পাল্টা দিতে গিয়ে হাসির খোরাক বাংলাদেশের এই নেতা | Suvendu Adhikari | Bangladesh News
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী