আজ রবিবার থেকেই মাঠে নামছেন পর্যবেক্ষকরা, পালন করা হবে কোন দায়িত্ব, জানিয়ে দিল কমিশন

Published : Nov 30, 2025, 07:41 AM IST
vote chori

সংক্ষিপ্ত

রবিবার থেকে রাজ্যে নিযুক্ত ১২ জন পর্যবেক্ষক তাঁদের কাজ শুরু করছেন। তাঁদের মূল দায়িত্ব হল SIR প্রক্রিয়ার অগ্রগতি খতিয়ে দেখা, রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করা এবং সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ স্থাপন করা। 

আজ রবিবার থেকেই মাঠে নেমে পড়ছেন রাজ্যে নিযুক্ত ১২ জন পর্যবেক্ষক। শনিবার রাজ্যে নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত ও ১২ জন পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠকে এমনটাই সিদ্ধান্ত নিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিক দফতর।

এখন প্রশ্ন হল কী করবে এই পর্যবেক্ষকদের টিম? তাদের মূল কাজ হল সংশ্লিষ্ট জেলায় SIR প্রক্রিয়ার অগ্রগতি কতদূর তা খতিয়ে দেখা। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে কথা বলা এবং জনসংযোগে সামিল হওয়া। পরে সংশ্লিষ্ট জেলার দৈনন্দিন রিপোর্ট রাজ্যের সিইও ও দিল্লিতে নির্বাচন কমিশনে পাঠাবেন তাঁরা। অন্য দিকে, জেলার বিভিন্ন বিডিও এবং ডিএম অফিসের তরফে সাধারণ মানুষের সঙ্গে পর্যবেক্ষকদের জনসযোগের জন্য প্রচার করা হবে। সাধারণ মানুষ চাইলে পর্যবেক্ষকদেরও তাঁদে সমস্যার কথা জানাতে হবে।

আজ রবিবার ফলতা যাবে এই পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। তার সঙ্গে থাকবে আইএএস সি মুরুগানও। প্রথমে তারা এসআইআর নিয়ে জেলা নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠক করবেন। তারপর রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।

এই বৈঠকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বাংলায় এসআইরআর-র অগ্রগতি কতদূর হয়েছে, তা বোঝানো হবে। সঙ্গে SIR নিয়ে দেশের নির্বাচন কমিশনের যে গাইডলাইন আছে তা বৈঠকে থাকা পর্যবেক্ষকদের বোঝানো হবে। আজই মাঠে নামছে এই টিম। শনিবার রাজ্যে নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত ও ১২ জন পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠক হয়। সেখানে এই সিদ্ধান্ত নিয়েছে আজ থেকেই কাজ শুরু করবে এই টিম। তাঁরা নির্বাচন কমিশনে দৈনিক রিপোর্ট পাঠাবেন এবং সাধারণ মানুষও তাঁদের কাছে সরাসরি সমস্যার কথা জানাতে পারবেন। এই टीमটি মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরের কাজ করবে। সব মিলিয়ে আজ থেকে শুরু হতে চলেছে গুরুত্বপূর্ণ কাজ। যা গতি আসবে SIR প্রক্রিয়াতে। 

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

চাপের মুখে বাবরি মসজিদ নিয়ে বড় ঘোষণা হুমায়ুন কবীরের, দেখুন কী বলছেন
এসআইআর আবহে বার্থ সার্টিফিকেট তৈরি করার হিড়িক! মালদহ মেডিক্যালে চাঞ্চল্য