'আমার স্ত্রীকে তুলে....' ফের বিস্ফোরক অভিযোগ জয়ন্ত সিংয়ের বিরুদ্ধে! কী বললেন ব্যবসায়ী?

Published : Jul 13, 2024, 10:02 AM IST
jayanta

সংক্ষিপ্ত

'আমার স্ত্রীকে তুলে....' ফের বিস্ফোরক অভিযোগ জয়ন্ত সিংয়ের বিরুদ্ধে! কী বললেন ব্যবসায়ী?

একের পর এক বিস্ফোরক অভিযোগ উঠছে আড়িয়াদহের জয়ন্ত সিংয়ের বিরুদ্ধে। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর গোপন উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, অন্তত পাঁচবার গ্রেফতার করা হয়েছে জয়ন্ত সিংকে।

পাঁচটি মামলায় অভিযুক্ত বিজয়। আড়িয়াদহে তোলা না দেওয়ায় এক ব্যবসায়ীর পার্লারও বন্ধ করে দেয় জয়ন্ত। শুধু তাই নয় রাস্তায় ফেলে তাকে বেধরক মারধর করা হয়। জয়ন্ত গ্যাংয়ের বাবুসোনা চক্রবর্তীই ব্যবসায়ীকে মারধর করে বলে বলে অভিযোগ। মীমাংসা করার নামে ক্লাবে ডেকে এনে নৃশংসভাবে বুদ্ধবাবুকে মারধর করার অভিযোগ উঠে আসে।

প্রায় ৪০ জন শাগরেদ মিলে এলোপাথাড়ি মারে ওই ব্যবসায়ীকে। প্রতিবাদ করায় বুদ্ধদেবকে পাড়া ছাড়ানোর চেষ্টা করা হয়। দক্ষিনেশ্বর থানাতেও এই কারণে অভিযোগ করা হয়েছিল।

এ প্রসঙ্গে ওই ব্যবসায়ীকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, " অনেক টাকা দাবি করা হয় আমার কাছে। ব্যবসা করতে গেলে দিতে হবে বলেছিল। আমি টাকা দিতে পারিনি তাই হামলা করেছিল। আমায় থানায় গিয়ে জিডি করি। আর তাতেই কাল হল। থানা ওদের তথ্য দেয়। এরপরই আমাকে ডেকে নিয়ে বেধড়ক মারধর করা হয়। আমার স্ত্রীকে তুলে নিয়ে আসার পর্যন্ত হুমকি দেওয়া হয়। যে ভাবে আমাকে পেঠান হয়েছে কোনও গরু ছাগলকে সেই ভাবে পেটানো হয় না। মেয়েরা এদের কাছে ছেলে খেলা।"

PREV
click me!

Recommended Stories

Dilip Ghosh: অরূপের পদত্যাগ নিয়ে মমতার মাস্টারপ্ল্যান ফাঁস করলেন দিলীপ! দেখুন
মেসি কাণ্ড নিয়ে তৃণমূলকে দায়ী করায় বিজেপিকে তোপ অভিষেকের, পাল্টা দিলেন শুভেন্দু