শিলিগুড়ির বিধান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড! পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে দমকলের ৫ ইঞ্জিন

Published : Sep 28, 2024, 02:19 PM IST
Bihar Crime Nawada fire

সংক্ষিপ্ত

শিলিগুড়ির বিধান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড! পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে দমকলের ৫ ইঞ্জিন

দুর্গাপুজোর মুখে ভয়াবহ দুর্ঘটনা। ভয়ঙ্কর আগুন শিলিগুড়ির বিধান মার্কেটে। আগুন ছড়িয়ে পড়ায় ভয়াবহ সমস্যার মুখে পড়লেন ব্যবসায়ীরা। কিন্তু কীভাবে এত ভয়াবহ আগুন লাগলো তা নিয়ে প্রশ্ন উঠেছে।

ক্ষতিগ্রস্থ হয়েছে একাধিক দোকান বলে জানা গিয়েছে। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের পাঁচ ইঞ্জিন। এখনও আগুন নেভাতে সময় লাগবে বলে জানা গিয়েছে।

শনিবার বিধান মার্কেটে ভয়াবহ আগুন লাগে। আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন সাধারণ মানুষেরাও। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে আশপাশের অঞ্চল বলে জানা গিয়েছে। একটি কাপড়ের দোকান থেকেই আগুন লেগেছে বলেই অনুমান করা যাচ্ছে । ভষ্মীভূত হয়েছে একের পর এক দোকান।

শর্ট সার্কিটের কারণেও আগুন লাগতে পারে বলে অনুমান করেছেন অনেকে। পুজোর আগে এই ঘটনার জন্য বড় আর্থিক সংকটের মুখে পড়তে পারেন ব্যবসায়ীরা। দমকলের পাঁচটি ইঞ্জিন পৌঁছানোর পরেও এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি বলে জানা গিয়েছে। আগুনে পুড়ে গিয়েছে ৮ থেকে ১০টি দোকান।

পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে গিয়েছিলেন মেয়র গৌতম দেব। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ গুরতর আহত নয় বলেই জানা গিয়েছে। তবে আগুন দ্রুত নিয়ন্ত্রণে না এলে আরও বড় ক্ষতির আশঙ্কা রয়েছে ।

PREV
click me!

Recommended Stories

WB Weather Update: বঙ্গে শীতের ইনিংস শুরু, সপ্তাহ শেষে পারদ পতনের ইঙ্গিত? এবার কী শীতে কাঁপবে বঙ্গবাসী
১ বছর পরে ২ দিনের সফরে কোচবিহার যাচ্ছেন মমতা, রইল সোম ও মঙ্গলের ঠাসা কর্মসূচি