সংক্ষিপ্ত
৯০ বছর বয়সে প্রয়াত প্রাক্তন মন্ত্রী সত্যব্রত মুখোপাধ্যায়। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ নরেন্দ্র মোদী ও শুভেন্দু অধিকারীর।
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা পশ্চিমবঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি সত্যব্রত মুখোপাধ্যায় প্রয়াত। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দীর্ঘ অসুস্থতার কারণে শুক্রবার কলকাতায় নিজের বাড়িতেই শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। রাজনীতির পাশাপাশি তিনি একজন অতিরিক্ত সলিসিটার জেনারেল ছিলেন। রাজ্য রাজনীতিতে তিনি জলুবাবু নামেই পরিচিত ছিলেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সত্যব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। তিনি বলেছেন, পশ্চিমবঙ্গ বিজেপি গঠনে তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেছেন প্রয়াত সত্যব্রত মুখোপাধ্যায় আইনজীবির পাশাপাশি একজন বুদ্ধিজীবিও ছিলেন। মোদী সত্যব্রত মুখোপাধ্যায়ের পরিবার আর অনুগামীদের প্রতি সমবেদনা জানান।
সত্যব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বাংলার বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, সত্যব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুতে তিনি হতাশ। অটলবিহারী বাজপেয়ীর মন্ত্রিসভার একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। পরিবার আর অনুগামীদের প্রতি তিনি সমবেদনা জানিয়েছেন।
সত্যব্রত মুখোপাধ্যায় এই রাজ্যের প্রথম বিজেপি সাংসদ ছিলেন। ১৯৯৯ সালে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র ছেকে নির্বাচিত হয়েছিলেন তিনি। ২০০০-০২ পর্যন্ত অটলবিহারী বাজপেয়ীর মন্ত্রিসভায় সার প্রতিমন্ত্রী ছিলেন। তারপর ২০০২-০৩ পর্যন্ত বাণিজ্য ও শিল্প মন্ত্রকের ভার গ্রহণ করেছিলেন। ২০০৮-০৯ সাল পর্যন্ত রাজ্য বিজেপির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি দেশের অতিরিক্ত সলিসিটার জেনারেল হিসেবে কাজও করেছেন।