Flood Situation: পূর্ণিমার ভরা কোটালে প্রবল বর্ষণ! সুন্দরবনের উপকূল জুড়ে বন্যার গ্রাস

নদীর জলস্তর ব্যাপকভাবে বেড়ে যাওয়ার পাশাপাশি দক্ষিণ ২৪ পরগণার বহু এলাকায় ধস নেমে যাওয়ার ফলে বড়সড় বিপত্তির সৃষ্টি হয়েছে। 

Sahely Sen | Published : Aug 2, 2023 7:12 AM IST / Updated: Aug 02 2023, 01:29 PM IST

অগাস্টের শুরু থেকে প্রবল শক্তি নিয়ে বঙ্গে প্রভাব ফেলেছে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ। চলতি সপ্তাহের শুরু থেকে বজ্রবিদ্যুৎ সহযোগে প্রচণ্ড বর্ষার তাণ্ডব দেখছে গোটা দক্ষিণবঙ্গ। উপকূলীয় এলাকায় পরিস্থিতি হয়ে উঠেছে ভয়াবহ।

গাঙ্গেয় বঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইছে ঝোড়ো হাওয়া, উত্তাল হয়েছে সমুদ্র। মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। এর পাশাপাশি, বকখালি-সহ বিভিন্ন এলাকায় পর্যটকদেরও সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে। জলোচ্ছ্বাসের জেরে নামখানা ব্লকের মৌসুনী দ্বীপে পয়লাঘেরি এবং সল্টঘেরি এলাকায় সমুদ্রের জলোচ্ছ্বাসে ৩০০ মিটার বাঁধ উপছে গ্রামে জল ঢুকতে শুরু করেছে। উপকূল এলাকায় বহু বাড়ি জলমগ্ন হয়ে রয়েছে। গোসাবা, কুলতলি এবং ঝড়খালিতে সর্বগ্রাসি রূপ নিয়েছে নদী, ফলে ফেরি চলাচল বন্দ রাখতে হচ্ছে।

ব্যাপক বৃষ্টিপাতের সাথে সাথে পূর্ণিমার ভরা কোটাল রয়েছে। তার জেরে নদী ও সমুদ্রের জলস্তর বেড়ে গেছে। সাগর, নামখানা ও পাথরপ্রতিমা ব্লকের একাধিক মাটির বাঁধ ভেঙে জল ঢোকার পরিস্থিতি তৈরি হয়েছে। অস্থায়ী বাঁধ তৈরির কাজে ব্যাঘাত ঘটছে। ডায়মন্ড হারবারের রামকৃষ্ণপুরের দড়ি- রত্নেশ্বরপুর এলাকায় হুগলি নদীর বাঁধ ভেঙে গেছে। বালিয়াড়া এলাকায় বড়তলা নদীর ২০০ মিটার নদীবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। কোটালের প্রভাবে ফ্রেজারগঞ্জের বিশাল এলাকা জুড়ে জলোচ্ছ্বাস দেখা দিয়েছে। সাগরের মন্দিরতলায় মুড়িগঙ্গা নদীর বাঁধ ক্ষতিগ্রস্ত।

দিঘার সমুদ্রেও ব্যাপক জলোচ্ছ্বাস দেখা দিয়েছে। মাইকিং দ্বারা ঘোষণা করে পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ করছে পুলিশ প্রশাসন। ৩ অগাষ্ট পর্যন্ত পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকায় সতর্কতা জারি রাখা হবে। কলকাতার পাশেই দক্ষিণ ২৪ পরগণার অন্তর্গত রাজপুর- সোনারপুর পুরসভার অন্তর্গত বহু এলাকা জলের তলায়। জল সরাতে প্রচুর পাম্প কাজে লাগানো হচ্ছে। গড়িয়ার বালিয়া এলাকাও জলমগ্ন। 

আরও পড়ুন- 
অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে চিঠি পাঠাতেন ‘কালীঘাটের কাকু’, লেখায় রয়েছে মানিক ভট্টাচার্যের নাম
Waterlogging in Kolkata: প্রচণ্ড বৃষ্টির জেরে কলকাতার আনাচেকানাচে জমল জল, উত্তর থেকে দক্ষিণে সমস্যায় নিত্যযাত্রীরা

Latest Videos

Nuh Violence News: হরিয়ানার পর এবার নয়ডা, নুহ-তে হামলার প্রতিবাদে বিক্ষোভ দেখাবে বিশ্ব হিন্দু পরিষদ

Sex Tips: সেক্সে সমস্যা? যৌন জীবনে স্ফূর্তি ফিরিয়ে আনতে মেনে চলুন কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস

Share this article
click me!

Latest Videos

RG Kar কাণ্ডে আবারও একাধিক কর্মসূচির ডাক জুনিয়র ডাক্তারদের! আসন্ন মিছিলে অংশগ্রহনের আবেদন | RG Kar
'তৃণমূল নেতারা দু-তিন বার বাড়ি পেলেও বারবার আমরা বঞ্চিত' ক্ষোভে ফুসছে মুর্শিদাবাদবাসী
লক্ষাধিক ভক্তদের সঙ্গে নিরঞ্জনের পথে Shantipur-এর কালী! নজর কাড়লো মহিষখাগি মাতার বিসর্জন!
মহিলাদের সুরক্ষায় ‘অভয়া প্লাস’! রাজ্যপালের ২ বছর পূর্তিতে ৯টি প্রকল্পের সুভারম্ভ | CV Anand Bose
'ওদের টার্গেট মহিলা আর হিন্দু' তৃণমূল বিধায়কদের উপর হামলার কড়া প্রতিক্রিয়া শুভেন্দুর