সংক্ষিপ্ত

একাধিক নামের উল্লেখ করে সেই ব্যক্তিদের বঙ্গের ভোটে তৃণমূলের প্রার্থী করতে চেয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি পাঠানো হয়েছিল। সেই চিঠি পাওয়া গেছে ‘কালীঘাটের কাকু’ সুজয় কৃষ্ণ ভদ্রের কাছে। 

মানিক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর যোগসাজশ স্পষ্ট হয়েছিল এর আগেই। ইডি-র তদন্তের উঠে এসেছিল যে, পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ মানিক ভট্টাচার্যের সাথে হাত মিলিয়েই নিয়োগ প্রক্রিয়ায় সক্রিয়ভাবে দুর্নীতি করতেন ‘কালীঘাটের কাকু’ সুজয় কৃষ্ণ ভদ্র। শুধু দুর্নীতিই করতেন না, দুর্নীতির কালো টাকা বিভিন্ন কলকাতা-ভিত্তিক তাবড় ব্যবসায়ীদের সঙ্গে হাত মিলিয়ে সাদা করার কাজেও যথেষ্ট দক্ষ ছিলেন সুজয়। সরকারি ক্ষেত্রে দুর্নীতি ছাড়াও, রাজনৈতিক ক্ষেত্রেও যে তাঁর প্রভাব ছিল একেবারে ওপরমহল পর্যন্ত, সেই তথ্যপ্রমাণও এবার হাতে পেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

তদন্ত করে দেখা গেছে, তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি পাঠিয়েছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র। পার্থ-ঘনিষ্ঠ মানিক ভট্টাচার্যকে ভোটের প্রার্থী করার অনুরোধ জানিয়ে নদিয়ার নাকাশিপাড়া থেকে চিঠি লিখেছিলেন তৃণমূলের অনেক কর্মীরা। ‘কালীঘাটের কাকু’-র কাছে পাঠানো হয়েছিল অভিষেকের উদ্দেশ্যে প্রেরণ করা চিঠি। এর থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে তাঁর যোগের সন্দেহ আরও গভীরতর হচ্ছে তদন্তকারীদের। এর পাশাপাশি, রাজনৈতিক ক্ষেত্রেও তিনি যে যথেষ্ট প্রভাবশালী ছিলেন, সেই তথ্য আরও ভিত্তিমূলক হচ্ছে।

তবে, শুধুমাত্র মানিকের নাম লেখা চিঠিই নয়। জেলা পরিষদে জ্ঞানানন্দ সামন্ত-কে প্রার্থী করতে চেয়েও অভিষেকের দরবারে সুপারিশ করেছিলেন সুজয়কৃষ্ণ, এমনটাই দাবি করছে ইডি। সুজয়কৃষ্ণ নাকি নিজেই তদন্তকারীদের জেরায় জানিয়েছেন যে, চাকরি প্রার্থীরা অনেকে সরাসরি তাঁর সঙ্গে যোগাযোগ করতেন, অনেকে আবার অন্যান্য বহু দলীয় নেতার হাত ধরে তাঁর কাছ অবধি পৌঁছতেন। এতেই মনে করা হচ্ছে যে, চাকরিপ্রার্থীদের অনেকেই সুজয়কৃষ্ণের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠতা’ সম্পর্কে ভালোরকম অবগত ছিলেন। নেতা বা সরকারি দফতর আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাঝখানে তিনি ‘মিডল ম্যান’ অর্থাৎ মধ্যস্থতাকারী বলে সন্দেহ করছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা।

আরও পড়ুন-

Waterlogging in Kolkata: প্রচণ্ড বৃষ্টির জেরে কলকাতার আনাচেকানাচে জমল জল, উত্তর থেকে দক্ষিণে সমস্যায় নিত্যযাত্রীরা
Nuh Violence News: হরিয়ানার পর এবার নয়ডা, নুহ-তে হামলার প্রতিবাদে বিক্ষোভ দেখাবে বিশ্ব হিন্দু পরিষদ
Sex Tips: সেক্সে সমস্যা? যৌন জীবনে স্ফূর্তি ফিরিয়ে আনতে মেনে চলুন কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস

Rakhi Purnima 2023: সাবধান! এবছর রাখী পূর্ণিমায় পড়তে চলেছে ভাদ্রের ছায়া, জ্যোতিষ শাস্ত্র মতে উৎসবের তারিখ ও শুভ সময় কখন?