সরস্বতী পুজোর পর থেকে রাজ্যে আবহাওয়ার বদল ঘটেছে এবং তাপমাত্রা ক্রমশ বাড়ছে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন সকালের দিকে কলকাতা সহ বিভিন্ন জেলায় কুয়াশার দাপট থাকবে এবং উত্তরবঙ্গের কিছু জেলায় ঘন কুয়াশার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
সকাল থেকে কুয়াশায় ঢেকেছে বাংলা। সরস্বতী পুজোর পর থেকে ক্রমে বদল হচ্ছে আবহাওয়া। পারদ হলেও ফের বাড়ছে তাপমাত্রা। এদিকে সর্বনিম্ন তাপমাত্রা বর্তমানে ১২ থেকে ১৩ ডিগ্রির ঘরে পৌঁছে গিয়েছে।
25
আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, আগামী সাত দিনে পশ্চিমবঙ্গের আবহাওয়ার তেমন হেরফের হবে না। তবে, সকাল থেকে কিছু কিছু জায়গায় বাড়বে কুয়াশা।
35
রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস। সোমবার তাপমাত্রা আরও খানিক বেডডে হয় ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ছিল ০.৯ ডিগ্রি বেশি। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি আর সর্বনিম্ন তাপামাত্রা ছিল ১৬ ডিগ্রি। গতকালের তুলনায় আজ বাড়বে গরম। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮ ডিগ্রি সেলসিয়াস।
হাওয়া অফিস সূত্রে খবর, আজ সকালের দিকে শহর কলকাতা ও জেলাগুলোতে থাকবে কুয়াশার দাপট। তেমনই বেলা বাড়লে পরিষ্কার হবে আকাশ। আজ কুয়াশা থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে থাকবে কুয়াশার দাপট।
55
আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশা থাকবে। এই সকল এলাকায় জারি আছে হলুদ সতর্কতা। দৃশ্যমানতা আজ নামতে পারে ১৯৯ থেকে ৫০ মিটার পর্যন্ত।