২ ফেব্রুয়ারির বাজেটেই DA বৃদ্ধির ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের? ১৮% থেকে কতটা বাড়বে টাকা

Published : Jan 27, 2026, 08:47 PM IST

DA HIKE: ২ ফেব্রুয়ারির রাজ্য বাজেটেই সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির বড় ঘোষণা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। তেমনই আশা করছেন সরকারি কর্মীদের। বর্তমানে ১৮% হারে ডিএ পান। এবার কতটা বাড়বে- তাই নিয়ে আলোচনা শুরু। 

PREV
15
রাজ্য সরকারি কর্মীদের DA

বর্তমানে পশ্চিমবঙ্গের সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত কর্মীরা ১৮% হারে মহার্ঘ ভাতা ও মহার্ঘ ত্রাণ পান। কিন্তু DA বৃদ্ধির দাবিতে মূলত কেন্দ্রীয় সরকারি কর্মীদের সমান ডিএ-র দাবিতে দীর্ঘ দিন ধরেই তাঁরা আন্দোলন করছেন। আইনি লড়াই লড়েছেন। সুপ্রিম কোর্টে মামলার শুনানি শেষ হলেও এখনও পর্যন্ত রায় ঘোষণা বাকি রয়েছে।

25
শেষ ডিএ বৃদ্ধি

শেষবারের মত মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য গত বছর রাজ্য বাজেটে রাজ্যের সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন। সেই সময় রাজ্যের সরকারি কর্মীদের ৪% হারে ডিএ বৃদ্ধি করা হয়েছিল। বর্তমানে রাজ্যের সরকারি কর্মীদের ডিএর পরিমাণ ১৮%। গত বছর বাজেটের পর আর ডিএ বৃদ্ধি করা হয়নি।

35
আসন্ন বাজেটে ডিএ বৃদ্ধি!

রাজ্য সরকারি কর্মীদের একাংশ মনে করছে সেই ধারাবাহিকতা বজায় থাকলে তাদের ডিএ বৃদ্ধির ঘোষণা চলতি বাজেটেও থাকতে পারে। তবে কতটা পরিমাণ ডিএ বৃদ্ধি করা হবে তা নিয়ে এখনও স্পষ্ট কোনও আভাস তারা পাননি। যদিও তারা ডিএ বৃদ্ধি নিয়ে সিঁদুরে মেঘ দেখছেন। কারণ ২০২৩ সালের বাজেটে ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করা হয়নি।

45
রাজ্য বাজেট অধিবেশন

পয়লা ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ হওয়ার কথা রয়েছে। পরের দিন অর্থাৎ ২ ফেব্রুয়ারি সোমবার রাজ্য বাজেট পেশ হতে পারে। চলতি বছর ভোট। আর সবদিক বিবেচনা করে রাজ্য সরকার এই বাজেটেই রাজ্য সরকারি কর্মীদের জন্য একটি বড় অঙ্কের টাকা ডিএ বৃদ্ধির জন্য বরাদ্দ করতে পারে। সেই আশায় রয়েছেন সরকারি কর্মীরা।

55
রাজ্য-কেন্দ্রের ফারাত

রাজ্যের সরকারি কর্মীরা এখনও ষষ্ঠ বেতন কমিশনের অধীনে ডিএ ও বেতন পান। আর কেন্দ্রের সরকারি কর্মীরা সপ্তম বেতন কমিশনের অধীনে ডিএ ও বেতন পান। কিন্তু কেন্দ্রের সরকারি কর্মীদের জন্য অষ্টম বেতন কমিশন লাগু করা হয়েছে।

কেন্দ্রের সরকারি কর্মীরা ৫৮% হারে ডিএ পান। আর রাজ্যের সরকারি কর্মীদের ডিএ ১৮%। প্রায় ৪০% হারে ডিএ থেকে পিছিয়ে রয়েছেন রাজ্যের সরকারি কর্মীরা।

Read more Photos on
click me!

Recommended Stories