পশ্চিমবঙ্গ সরকারের গীতাঞ্জলী যোজনার আওতায় বাড়ি তৈরির জন্য আর্থিক সাহায্য দেওয়া হবে। এই প্রকল্পে ১ লক্ষ ৬৭ হাজার থেকে সর্বোচ্চ ৩ লক্ষ ৩০ হাজার টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পাওয়া যাবে।
এবার বাড়ি বানাতে টাকা দেবে মমতা সরকার। তাও দেওয়া হবে প্রায় ৩ লক্ষ ৩০ হাজার টাকা।
511
কেন্দ্রীয় সরকারের পিএম আবাস যোজনার পর মমতা সরকার দেবে বাড়ি বানানোর টাকা। এই প্রকল্পের নাম গীতাঞ্জলী যোজনা।
611
২৯ মে ২০১৪ সালে এই পশ্চিমবঙ্গ গীতাঞ্জলী প্রকল্পের সূচনা করেন এবং এই স্কিমে ১৮ বছরের বেশি যে কোনও নাগরিক সুবিধা পাবেন।
711
এই প্রকল্পের দ্বারা গ্রমীণ ও শহর এলাকায় বসবাস করেন তারা ১ লক্ষ ৬৭ হাজার টাকা পাবেন। সুন্দরবনে বসবাস করেন তারা ১ লক্ষ ৯৪ হাজার টাকা পাবেন।
811
দার্জিলিং বা অন্য পার্বত্য এলাকায় বসবাস করেন তারা ২ লক্ষ ৫০ হাজার টাকা পাবেন। জলপাইগুড়ি বা কোনও বন্য এলাকায় বাস করলে ৩ লক্ষ আর সরকারি জায়গায় বহুতল হলে ৩ লক্ষ ৩০ হাজার টাকা পাবেন।
911
যাদের মাসিক আয় ৬ হাজারের কম তারা আবেদন করতে পারে এই প্রকল্পের জন্য। অনলাইন বা অফলাইন উভয় ভাবেই আবেদন করা যাবে।
1011
BDO, SDO, পঞ্চায়েত বা পৌরসভাতে গিয়ে আবেদন করতে পারেন এই প্রকল্পের জন্য।
1111
জন্ম থেকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হলে আবেদন করতে পারবেন। আপনার পাকা বাড়ি না থাকলে এবং জমি আবেদনকারীর নামে থাকলে তবেই মিলবে টাকা।