বছর শেষে সরকারি কর্মীদের জন্য দুর্দান্ত খবর। রাজ্যের আধিকারিকদের জন্য একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের কাজে উৎসহ বাড়াতে বাড়াতে আর ক্যাডার প্রস্পেক্ট বা পেশাগত উন্নতির পথ সুগম করতে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।
বছর শেষে সরকারি কর্মীদের জন্য দুর্দান্ত খবর। রাজ্যের আধিকারিকদের জন্য একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের কাজে উৎসহ বাড়াতে বাড়াতে আর ক্যাডার প্রস্পেক্ট বা পেশাগত উন্নতির পথ সুগম করতে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।
25
সুবিধে পাবেন কারা?
নবান্ন সূত্রের খবর রাজ্য সরকারের আধিকারিকরা। WBCS এক্সিকিউটিভ অফিসার পদে কর্মরত তাদের জন্যই মমতা বন্দ্যোপাধ্য়ায় বড় পদক্ষেপ গ্রহণ করেছেন। রাজ্যের সরকারি আধিকারিকরাই রাজ্য প্রশাসনের মেরুদণ্ড। তাদের কাজ ভাল হলে প্রশাসন নিখুঁতভাবে চলবে।
35
বিশেষ উদ্যোগ
রাজ্য় সরকার WBCS এক্সিকিউটিভ অফিসারদের মর্যাদা ও সুযোগ সুবিধে বৃদ্ধির লক্ষ্য়ে ইতিমধ্যএই বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। আইএস ও আইপিএস অফিসারদের ধাঁচে তাদের জন্য পৃথক পে-রুল বা বেতন কাঠামো তৈরি করা হয়েছে। এটি বড় সিদ্ধান্ত।
বিডিও-দের কাজের চাপের কথা মাথায় রেখে তাদের জন্য ১৩ মাসের বেতনের ব্যবস্থা করা হয়েছে।
55
পদের সংখ্যা বৃদ্ধি
প্রশাসনিক পরিকাঠামোকে শক্তিশালী করতে ২০১১ সালের তুলনায় বর্তমানে পদের সংখ্যাও ব্যাপক হারে বৃদ্ধি করা হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, অ্যাডিশনাল সেক্রেটারি পদের সংখ্যা ১৬৩টি থেকে বাড়িয়ে ৩৫০টি করা হয়েছে।