তাপসী মণ্ডল পূর্ব মেদিনীপুরের হলদিয়ার বিধায়ক। যা অধিকারীদের গড় হিসেবেই পরিচিত।
610
শুভেন্দুর ঘনিষ্ট
তাপসীর দলবদল রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। কারণ তিনি শুভেন্দুর নেতৃত্বাধীন বিজেপির পরিষদীয় দলের সদস্য।
710
সিপিএম-এ ছিলেন
তাপসী মণ্ডল আগেও দলবদল করেছিলেন। তিনি একটা সময় সিপিএম-এ ছিলেন ২০১৬ সালে বিধানসভা তৃণমূলের ঝড়ের সময়ও তিনি হলদিয়া আসনে কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন।
810
তারপর দলবদল
তারপরে তিনি দলবদল করে শুভেন্দুর হাত ধরে দলবদল করেন।
910
২০২১এ বিজেপিতে
২০২১ সালে শুভেন্দু অধিকার হাত ধরেই তাপসী যান বিজেপিতে। সেইথেকে ছিলেন শুভেন্দু অধিকারীর ঘনিষ্ট বৃত্তে।
1010
২০২৬-এ কী প্রার্থী হবেন?
প্রশ্ন ২০২৬ সালে কী তাঁকে প্রার্থী করবে তৃণমূল কংগ্রেস। যদিও তিনি এই বিষয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি।