নিজের গড়ে বড় ধাক্কা শুভেন্দুর, দলবদল করে তৃণমূলে 'ঘনিষ্ট' নেত্রী তাপসী মণ্ডল

হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল দলবদল করলেন। হাতে তুলে নিলেন ঘাসফুল পতাকা। ভোটের আগেই বিজেপিতে বড় ধাক্কা। অস্বস্তি বাড়ল বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর গড়ে।

Saborni Mitra | Updated : Mar 10 2025, 05:23 PM IST
110
বিজেপিতে বড় ধাক্কা

ভোটের আগেই বিজেপিতে বড় ধাক্কা। অস্বস্তি বাড়ল শুভেন্দু অধিকারীর গড়ে।

210
বিজেপি ছাড়লেন বিধায়ক

হলদিয়ার বিজেপি বিধায়ক দলবদল করলেন। হাতে তুলে নিলেন ঘাসফুল পতাকা।

410
তৃণমূল ভবনে তাপসী

সোমবার তৃণমূল ভবনে গিয়েই দল বদল করেন তাপসী মণ্ডল।

510
তাপসী মণ্ডল সম্পর্কে দুইচার কথা

তাপসী মণ্ডল পূর্ব মেদিনীপুরের হলদিয়ার বিধায়ক। যা অধিকারীদের গড় হিসেবেই পরিচিত।

610
শুভেন্দুর ঘনিষ্ট

তাপসীর দলবদল রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। কারণ তিনি শুভেন্দুর নেতৃত্বাধীন বিজেপির পরিষদীয় দলের সদস্য।

710
সিপিএম-এ ছিলেন

তাপসী মণ্ডল আগেও দলবদল করেছিলেন। তিনি একটা সময় সিপিএম-এ ছিলেন ২০১৬ সালে বিধানসভা তৃণমূলের ঝড়ের সময়ও তিনি হলদিয়া আসনে কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন।

810
তারপর দলবদল

তারপরে তিনি দলবদল করে শুভেন্দুর হাত ধরে দলবদল করেন।

910
২০২১এ বিজেপিতে

২০২১ সালে শুভেন্দু অধিকার হাত ধরেই তাপসী যান বিজেপিতে। সেইথেকে ছিলেন শুভেন্দু অধিকারীর ঘনিষ্ট বৃত্তে।

1010
২০২৬-এ কী প্রার্থী হবেন?

প্রশ্ন ২০২৬ সালে কী তাঁকে প্রার্থী করবে তৃণমূল কংগ্রেস। যদিও তিনি এই বিষয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos