ক্রমে বাড়ছে গরমের পারদ। পশ্চিমের জেলাগুলোতে তৈরি হচ্ছে দাবানলের পরিস্থিতি। বইতে পারে লু।
আলিপুর হাওয়া অফিসের রিপোর্ট বলছে কলকাতা সহ দক্ষিণের জেলাগুলোতে আরও বাড়বে গরম।
আগামী কয়েকদিনের মধ্যে জেলাগুলোর তাপমাত্রা আরও বাড়বে। কয়কটি জেলায় তাপমাত্রা ছোঁবে ৪০ ডিগ্রি।
সূত্রের খবর, দক্ষিণের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। সকাল থেকে থাকবে পরিষ্কার আকাশ। বেলা বাড়লে বাড়বে গরম।
দিনের সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে রাতের তাপমাত্রা। আবহাওয়া থাকবে শুষ্ক।
আজ শহরের তাপমাত্রা সর্বোচ্চ ৩৮ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াস।
তেমনই বৃষ্টির সম্ভাবনা আছে আজ। আজ ভিজতে পারে উত্তরবঙ্গের জেলাগুলো। বজ্র বিদ্যুৎ সব হবে বৃষ্টির সম্ভাবনা আছে আজ।
দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে হতে পারে বৃষ্টি। বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছে।
এদিকে দক্ষিণের জেলাগুলোতে পারদ ৪০-র কাছাকাছি পৌঁছে গিয়েছে।
আরও বাড়বে গরম। আগামী সপ্তাহে আরও ৫ থেকে ৬ ডিগ্রি পর্যন্ত গরম বাড়তে পারে বলে খবর।
Sayanita Chakraborty