- Home
- West Bengal
- West Bengal News
- এক ধাক্কায় কলকাতায় ৯ ডিগ্রি নামলো তাপমাত্রার পারদ, সোমবার থেকেই ঘুরে যাবে আবহাওয়া
এক ধাক্কায় কলকাতায় ৯ ডিগ্রি নামলো তাপমাত্রার পারদ, সোমবার থেকেই ঘুরে যাবে আবহাওয়া
Weather News: কয়েক দিনের ঝড়বৃষ্টিতেও তাপমাত্রার পারদ নিম্নগামী। তবে সোমবার থেকে বদল হবে আবহাওয়া। ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার পর্যন্ত।
- FB
- TW
- Linkdin
)
তাপমাত্রার পারদ
একদিনের মধ্যেই তাপমাত্রা পারদ নামল অনেকটা নীচে। আলিপুর হাওয়া অফিসের ওয়েবসাইটে এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় ৯.২ ডিগ্রি কম।
সর্বনিম্ন তাপমাত্রা
কলাকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.১ ডিগ্রি সেসলিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি কম। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা আরও তিন থেকে চার ডিগ্রি কমতে পারে।
বৃষ্টির পূর্বাভাস
আলিপুর হাওয়া অফিসের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী সোমবার পর্যন্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে আগামী সপ্তাহে আকাশ থাকবে মেঘলা।
আবহাওয়া পূর্বাভাস
দক্ষিণবঙ্গের সব জেলাতেই রবিবার পর্যন্ত ঝড়বৃষ্টির পূর্বভাস রয়েছে। শনিবার পর্যন্ত রাজ্যের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তাপমাত্রা নিম্নগামী
গত কয়েক দিন ঝড়বৃষ্টির কারণে তাপমাত্রার পারদ অনেকটাই নিম্নগামী। হাওয়া অফিসের পূর্বাভাস আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার পারদ আরও কিছুটা নামতে পারে।
সোমবার হাওয়া বদল
সোমবার থেকেই পরিস্থিতি স্বাভাবিক হতে পরে বলেও পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের। তার আগে পর্যন্ত দুইবঙ্গেই ঝড়বৃষ্টি চলবে।
শিলাবৃষ্টির পূর্বাভাস
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমানে। সেখানে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড় হতে পারে।
হলুদ সতর্কতা
দক্ষিণের বাকি জেলায় ঝড়ের পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। রবিবারও দক্ষিণের সব জেলায় ঝড় এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পরিস্থিতির বিষয়ে সচেতন করতে হলুদ সতর্কতা জারি করা হয়।
কমলা সতর্কতা
উত্তরের মালদহ, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কালিম্পঙে শিলাবৃষ্টির পাশাপাশি ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে ঝড়ের সম্ভাবনা রয়েছে। সেখানে কমলা সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলায় হলুদ সতর্কতা রয়েছে।
বৃষ্টি কমবে
সোমবার থেকে উত্তরের জেলাগুলিতে বৃষ্টির আর সম্ভাবনা নেই। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর ছাড়া দক্ষিণবঙ্গের আর কোনও জেলায় সোমবার বৃষ্টির সম্ভাবনা নেই। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই।