- Home
- West Bengal
- West Bengal News
- Weather News: কবে হবে বৃষ্টি? কালবৈশাখীর পূর্বাভাস দিলে হাওয়া অফিস জানাল বৃষ্টির ঘাটতি ৪৪%
Weather News: কবে হবে বৃষ্টি? কালবৈশাখীর পূর্বাভাস দিলে হাওয়া অফিস জানাল বৃষ্টির ঘাটতি ৪৪%
Weather News: পূর্বাভাস থাকলেও বৃষ্টি নেই, গোটা রাজ্যে বৃষ্টির ঘটতি ৪৪%। আগামী সপ্তাহ থেকেই বদল হতে পারে আবহাওয়া। শুরু হতে পারে কালবৈশাখীর দাপট।
- FB
- TW
- Linkdin
)
বৃষ্টির পূর্বাভাস, বৃষ্টি নেই
এক অদ্ভূত আবহাওয়া রাজ্য জুড়ে। ভরা চৈত্রে মাঝেমধ্যেই বৃষ্টি হওয়ার মত পরিস্থিতি তৈরি হচ্ছে। কিন্তু বৃষ্টি হচ্ছে না।
বৃষ্টির ঘটতি
আবহাওয় দফতর জানিয়েছে, গত এক মাসে পশ্চিমবঙ্গে বৃষ্টির ঘাটতি অন্তত ৪৪ শতাংশ। কলকাতায় বৃষ্টির ঘাটতি ৮৭ শতাংশ। দুই ২৪ পরগনাতেও বৃষ্টির ঘাটতি রয়েছে।
১০০ শতাংশেও ঘাটতি
কোনও কোনও জেলায় বৃষ্টির ঘাটতি ১০০ শতাংশেরও বেশি। দক্ষিণ দিনাজপুরে ঘাটতি ১০০ শতাংশের বেশি। হুগলি, কোচবিহারে ঘটতি ৯০ শতাংশ।
পূর্বভাস থাকলেও বৃষ্টিহীন
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে পূর্বাভাস থাকলেও গত একমাস ধরে রাজ্যের একাধিক জেলায় একদমই বৃষ্টি হয়নি।
কালবৈশাখীর পূর্বাভাস
চলতি সপ্তাহে নয়, আগামী সপ্তাহে রাজ্যের কয়েকটি জেলায় কালবৈশাখী হতে পারে বলেও জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।
সোমবার থেকে হাওয়া বদল
আলিপুর হাওয়া অফিস জনিয়েছে, আগামী সোমবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পরে। বিক্ষিপ্তভাবে বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে
ঝোড়ো হাওয়া
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে আগামী সপ্তাহে কয়েক দিন ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
ঝড়বৃষ্টির সম্ভাবনা
কলকাতার সঙ্গে হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শিলাবৃষ্টি
কয়েকটি জেলায় শিলাবৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গে রবিবার থেকেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার বৃষ্টি-দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। সোমবার বৃষ্টি-কোচবিহার এবং মালদহও। সঙ্গে বইতে পারো ঝোড়ো হাওয়া।