- Home
- West Bengal
- West Bengal News
- Weather Update: বঙ্গে প্রবল তাপ প্রবাহের আশঙ্কা! আরও বাড়বে তাপমাত্রা, আবহাওয়া নিয়ে কী বলছে হাওয়া অফিস
Weather Update: বঙ্গে প্রবল তাপ প্রবাহের আশঙ্কা! আরও বাড়বে তাপমাত্রা, আবহাওয়া নিয়ে কী বলছে হাওয়া অফিস
আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস, ঈদের দিন তাপমাত্রা ৩৬ ডিগ্রির আশেপাশে থাকবে এবং তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহ চলবে এবং আগামী ৫ দিন আবহাওয়ার তেমন কোনও পরিবর্তন নেই।

ইদের দিন অর্থাৎ সোমবারই সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রির আশেপাশে। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস আপাতত তাপমাত্রা কমার কোনও লক্ষণ নেই।
সোমবার থেকেই রাজ্যের কয়েকটি জেলায় তাপমাত্রা আরও ২ ডিগ্রি বাড়তে পারে বলেও পূর্বাভাস রয়েছে।
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনে একটু বেশি। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৯ ডিগ্রি। স্বাভাবিকের তুলনায় প্রায় ২ ডিগ্রি বেশি।
বদলাচ্ছে ঋতুর ধরণ, বসন্তকালে লু বইছে বঙ্গের পশ্চিমের জেলাগুলিতে।
আগামিকাল থেকেই রাজ্যে জুড়ে অস্বস্তি আরও বাড়বে। শুষ্ক আবহাওয়া অস্বস্তি বাড়াবে। ৫ দিন আবহাওয়ার তেমন কোনও পরিবর্তন নেই।
গতকালও পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনায় তাপপ্রবাহ চলেছিল, যা আরও দু-তিন দিন জারি থাকবে।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুসারে আগামী ৫ দিন আবহাওয়ার তেমন কোনও পরিবর্তন নেই।
আগামিকাল থেকেই রাজ্যে জুড়ে অস্বস্তি আরও বাড়বে। শুষ্ক আবহাওয়া অস্বস্তি বাড়াবে।
তবে দক্ষিণবঙ্গ ছাড়খাড় হলেও আজ রাতের দিকে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পংয়ে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পরে।
আগামী মাসের প্রথমাংশে রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির হওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

