বঙ্গে শুরু হয়ে গেছে ভোটার তালিকা সংশোধন বা SIR প্রক্রিয়া। ইতিমধ্যেই বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম দিয়ে এসেছেন BLO-রা। কিন্তু কী করে এই ফর্ম ফিলআপ করতে হবে তা নিয়ে অনেকেই বিভ্রান্ত হচ্ছেন
বঙ্গে শুরু হয়ে গেছে ভোটার তালিকা সংশোধন বা SIR প্রক্রিয়া। ইতিমধ্যেই বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম দিয়ে এসেছেন BLO-রা। কিন্তু কী করে এই ফর্ম ফিলআপ করতে হবে তা নিয়ে অনেকেই বিভ্রান্ত হচ্ছেন। কিন্তু কী করে এনুমারেশন ফর্ম ফিলআপ করবেন? রইল তারই প্রতিটি ধাপ।
26
এনুমারেশন ফর্ম নিয়ে সাবধান!
এনুমারেশন ফর্ম ফিলআপের সময় সাবধান! একটুখানি ভুলই ডেকে আনতে পারে বিপদ। একটা ছোট্ট ভুলে হতে পারে সমস্যা। তাই প্রথম থেকেই নির্ভুলভাবে এনুমারেশন ফর্ম ফিলআপ করুন। আর তারজন্য যে ফর্মটি বিএলও-রা দিয়ে যাচ্ছেন, সেটি প্রথমেই জেরক্স করে নিন। তারপর প্রথমে পেনসিল দিয়ে ফিলআপ করুন। তারপর সঠিকভাবে পুরণ করা হয়ে গেলে তারপরই ধীরেসুস্থে পেন দিয়ে অরিজিনাল ফর্ম ফিলআপ করুন।
36
তথ্য মিলাবেন
ফর্মটি হাতে পাওয়ার পর দেখবেন, প্রথম অংশে আগে থেকেই কিছু তথ্য় দেওয়া হয়েছে। সেখানে কোনও কাজ নেই। তবে প্রথম অংশটি মিলিয়ে নেবেন। ভোটার কার্ডের সঙ্গে ফর্মে ছাপা তথ্য, নামের বানান সবকিছু ঠিক রয়েছে কিনা দেখে নিন।
ভোটারের বর্তমান তথ্য ও ছবি- এই অংশ আপনাকে কিছু তথ্য দিতে হবে। বর্তমান ছবি দিতে হবে। যদি তা না দেন তাহলে পুরনো ছবিই ছেপে ভোটার কার্ড দেওয়া হবে। রঙিন পাসপোর্ট ছবি দিতে হবে। আগের কার্ড থাকলে থাকলে সেখানে যে জন্মের তারিখ রয়েছে সেটাই লিখতে হবে। না হলে আধার বা প্যান কার্ডে যে তারিখ রয়েছে সেটা লিখবে হবে। ইংরেজিতে লিখুন। আধার কার্ড ঐচ্ছিক হলেও ভোটার কার্ডে নম্বর দিয়ে রাখুন। বর্তমান মোবাইল নম্বর দিতে হবে।
56
নাম নিয়ে জট
ফর্মে পিতা/ অভিভাবকের নাম লিখতে হবে। অভিভাবক শব্দটি শুধুমাত্র অনাথদের জন্য। বাবার নাম লেখা সকলের জন্য বাধ্যতামূলক। বিবাহিত মহিলাদের ক্ষেত্রেও বাবার নাম বাধ্যতামূলক। বাবা ও মায়ের নাম বর্তমান এপিক নম্বর থাকলে তাও লিখতে হবে।
66
মূল অংশ
ফর্মের এই অংশটি সবতেকে গুরুত্বপূর্ণ। এখানে ২০০২ সালের ভোটার তালিকার তথ্য দিতে হবে। যাদের নাম ছিল না,তাদের ক্ষেত্রে বাবা মায়ের তথ্য দেওয়া জরুরি।