দিলীপ ঘোষের অনুগামীরা চাইছে এই খড়গপুর সদর কেন্দ্র থেকে দিলীপকেই প্রার্থী করা হোক। সম্প্রতি খড়গপুরে যাতায়াত বাড়িয়েছেন দিলীপ। অন্যদিকে হিরণ কিছুটা হলেও কোনঠাসা। বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গেও তাঁর যোগাযোগ কিছুটা হলেও কমেছে। দ্বিতীয় বিয়ের পর যা আলোচনা শুরু হয়েছে তাতে বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ আরও কমতে পারে বলেও আশঙ্কা। এই অবস্থায় ওয়াকিবহাল মহলের অনেকেরই ধারনা দিলীপের ভাগ্যে শিকে ছিঁড়তে পারে খড়গপুরের।