- Home
- West Bengal
- West Bengal News
- 'শাহী টনিকে' চাঙ্গা দিলীপ ঘোষ, তাতেই খড়গপুর সদর কেন্দ্র হারানোর ভয় পাচ্ছেন হিরণ চট্টোপাধ্যায়
'শাহী টনিকে' চাঙ্গা দিলীপ ঘোষ, তাতেই খড়গপুর সদর কেন্দ্র হারানোর ভয় পাচ্ছেন হিরণ চট্টোপাধ্যায়
অমিত শাহের সভায় যোগ দেওয়ার পর থেকেই রীতিমত সক্রিয় দিলীপ ঘোষ। কিন্তু তাঁর এই সক্রিয়তার কারণে রীতিমত আশঙ্কায় ভুগতে শুরু করেছেন তাঁর খাস তালুক খড়গপুর সদরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়।

চাঙ্গা দিলীপ ঘোষ
অমিত শাহের সভায় আমন্ত্রণ পেয়েছিলেন রাজ্য বিজেপির সবথেকে সফল সভাপতি দিলীপ ঘোষ। বিজেপির দলীয় কার্যালয়ে তিনি একটি ঘরও পেয়েছেন। অমিত শাহের সভায় যোগ দেওয়ার পর থেকেই রীতিমত সক্রিয় দিলীপ ঘোষ। কিন্তু তাঁর এই সক্রিয়তার কারণে রীতিমত আশঙ্কায় ভুগতে শুরু করেছেন তাঁর খাস তালুক খড়গপুর সদরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়।
খড়গপুর সদর নিয়ে টানাটানি
সম্প্রতি দিলীপ ঘোষ নিজের ঘনিষ্ট মহলে খড়গপুর সদর থেকে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছে প্রকাশ করেছেন। তাতেই কেন্দ্র হারানোর আশঙ্কায় ভুগতে শুরু করেছে হিরণ চট্টোপাধ্য়ায়। কারণ তিনি বর্তমানে এই কেন্দ্রের বিজেপির বিধায়ক।
হিরণের বক্তব্য
হিরণ নিজের ঘনিষ্টদের সামনে কেন্দ্র হারানোর আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, বিধানসভা নির্বাচনে অন্য কাউকে এই কেন্দ্রের টিকিট দিলে তা বর্তমান বিধায়কের প্রতি অবিচার করা হবে বলেও জানিয়ে দিয়েছেন। হিরণ বলেছেন, 'এখানকার বর্তমান বিধায়ক সে আমি হই বা অন্য কেউ , তাঁকে এখান থেকে সরিয়ে দেওয়া তো অবিচার, লজিক্যালি সেটা ইনজাস্টিস।' সরাসরি না বলেও হিরণের কথায় স্পষ্ট তিনি আশঙ্কা করেছেন, দিলীপের জন্য তাঁকে খড়গপুর সদর কেন্দ্র থেকে সরিয়ে দেওয়া হতে পারে।
দিলীপের কথা
অন্যদিকে সম্প্রতি একটি সাক্ষাৎকারে দিলীপ ঘোষ তাঁকে গত লোকসভা নির্বাচনে মেদিনীপুর থেকে সরিয়ে দেওয়ার তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, 'এটার কী প্রয়োজন ছিল, আমাকে বর্ধমানে লড়তে পাঠান? অনেক ডিসিশন নিতে হয়। তখন আমারও মনে হয়েছিল আমি তো কারও বাঁধা নই। আমারও ব্যক্তিগত জীবন আছে। আর এই রং দেখে, মুখ দেকে আমি রাজনীতি ভিতরেও করি না। বাইরেও করি না। কাউকে আইসোলেট করার জন্য ফালতু অ্যাজেন্ডা বানানো। আমার বিরুদ্ধে চার বছর ধরে চলছে। ' তারপরই তিনি খড়গপুর থেকে লড়াই করার ইচ্ছে প্রকাশ করেন।
খড়গপুরের প্রার্থী কে?
এখন প্রশ্ন কে হবেন খড়গপুর সদর কেন্দ্রের বিজেপির প্রার্থী। এই কেন্দ্রের দীর্ঘদিনের বিধায়ক কংগ্রেসের জ্ঞানপাল সোহন সিংকে হারিয়েছিলেন হিরণ। তবে মেদিনীপুর খড়গপুর দিলীপ ঘোষের খাসতালুক। তাই এই দুই কেন্দ্রের যেকোন একটি থেকে দাঁড়ালেই তিনি জিতবেন বলে আশাবাদী তাঁর অনুগামীরা। অন্যদিকে হিরণ ও দিলীপের সম্পর্ক খুব একটা সাবলীল নয়।

