শীত কিন্তু বিদায়বেলায় একটা ঝাঁকুনি দিয়ে যাবে। অন্ততঃ আবহাওয়াবিদদের তো তাই মত। হাওয়া অভিস জানাচ্ছে আগামী দুদিনে রাজ্যের তাপমাত্রা প্রায় ৫ ডিগ্রি নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার জেনে নিন আগামী দিনগুলোতে রাজ্যের কোথায় কোথায় কেমন আবহাওয়া বিরাজ করবে
সরস্বতী পুজো যেতে না যেতেই শীত কার্যত উধাও । রীতিমত গরমের আভাস মিলছে। কেউ কেউ তো স্বস্তি পেতে পাখাও চালাচ্ছেন।
213
সোয়েটার তো দুরের কথা গায়ে ভারী জামাকাপড় চাপালে হচ্ছে অস্বস্তি। কেউ কেউ তো লেপ কম্বল তুলবেন বলে ঠিকও করে ফেলেছেন। কিন্তু শীত চলে গেছে এটা মোটেও অনুমান করে নেবেন না , ভুল হয়ে যাবে।
313
শীত কিন্তু বিদায়বেলায় একটা ঝাঁকুনি দিয়ে যাবে। অন্ততঃ আবহাওয়াবিদদের তো তাই মত। হাওয়া অভিস জানাচ্ছে আগামী দুদিনে রাজ্যের তাপমাত্রা প্রায় ৫ ডিগ্রি নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার জেনে নেওয়া যাক আগামী দিনগুলোতে রাজ্যের কোথায় কোথায় কেমন আবহাওয়া বিরাজ করবে
413
শুক্রবার উত্তরবঙ্গের সব জেলার (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা।
513
উত্তরবঙ্গে বৃষ্টি হবে না। শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার এবং বুধবার উত্তরবঙ্গের সব জেলার আবহাওয়া শুকনো থাকবে , কুয়াশা বড় বাধা হতে পারে। তাপমাত্রার পারদ কম হলেও পাহাড়ে বরফ পড়বে না।
613
শুক্রবার দক্ষিণবঙ্গের কোনও জেলায় (কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) বৃষ্টি হওয়ার কোন সম্ভাবনা নেই।
713
দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আবহাওয়া শুকনো থাকবে শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার এবং বুধবার পর্যন্ত বলেই জানিয়েছে হাওয়া অফিস।
813
আগামী দু'দিনে পশ্চিমবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা (রাতের তাপমাত্রা) তিন ডিগ্রি থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস কমে যাওয়া আভাস মিলেছে। পরবর্তী দু'দিনে অবশ্য সর্বনিম্ন তাপমাত্রার তেমন হেরফের হবে না।
913
তবে আগামী ১১ ফেব্রুয়ারি থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার (উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সব জেলার) সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
1013
শুক্রবার এবং শনিবার সকালের দিকে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরের একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি কুয়াশায় ঢেকে যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল।
1113
বাকি চারটি জেলায় (কালিম্পং, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) অবশ্য কুয়াশার তেমন কোন দাপস দেখাবে না বলেই পূর্বাভাস মিলেছে। কোনও জেলায় ঘন কুয়াশা পড়বে না। ফলে উত্তরবঙ্গে আপাতত ঘন কুয়াশার জন্যসতর্কতা জারি করা হয়নি কোনও জেলায় ।
1213
দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে শুক্রবার পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ এবং শনিবার পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার কিছুটা জায়গায় কুয়াশার দাপট দেখা গেলেও সবজায়গায় থাকবে না কুয়াশা।
1313
উত্তরবঙ্গের আবহাওয়ার মতোই ঘন কুয়াশা পড়বে না দক্ষিণবঙ্গের কোনও জেলায় । অধিকাংশ জেলায় কুয়াশা তেমন থাকবে না বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তর থেকে।