Howrah Metro: কাল থেকেই গঙ্গার তলা দিয়ে ছুটবে ইস্ট-ওয়েস্ট মেট্রো, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী

Published : Mar 05, 2024, 09:21 PM IST
Indias first underground metro section of Howrah station will open tomorrow and will travel 529 meters in 45 seconds bsm

সংক্ষিপ্ত

বুধবার উদ্বোধন হবে দেশের প্রথম জলের তলার মেট্রো। দেশের প্রথম মেট্রো চলেছিল কলকাতা শহর থেকেই । এবার দেশের প্রথম আন্ডারওয়াটার মেট্রোর উদ্বোধনও হবে এই রাজ্যে। 

কাউন্টডাউন শুরু! আগামিকাল, বুধবার উদ্বোধন হবে দেশের প্রথম জলের তলার মেট্রো। দেশের প্রথম মেট্রো চলেছিল কলকাতা শহর থেকেই । এবার দেশের প্রথম আন্ডারওয়াটার মেট্রোর উদ্বোধনও হবে এই রাজ্যে। গঙ্গানদীর নিচ দিয়ে চলবে মেট্রো। নদীগর্ভে প্রায় ১৬.৬ কিলোমিটার রাস্তা দিয়ে চলবে মেট্রো রেল। ইস্ট-ওয়েস্ট মেট্রোর মোট দৈর্ঘ্য ১৬.৬ কিলোমিটার। যার মধ্যে ভূগর্ভস্থ অংশ ১০.৮ কিলোমিটার। হুগলি নদীর নিচে টানেল রয়েছে।

আন্ডারওয়াটার মেট্রোর মাধ্যমে কলকাতার সঙ্গে যুক্ত হবে হাওড়া ও সল্টেলেক। মোট ৬টি স্টেশন থাকবে। যার মধ্যে ৩টি স্টেশনই ভূগর্ভস্থ। জলের তলার মেট্রোর অংশের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপস্থিত থাকবেন বিশিষ্টরা। ভারতীয় রেলের কর্মকর্তারা উপস্থিত থাকবে। এই একই দিনে দেশের সাধারণ মানুষও এই মেট্রোরেলে করে সফর করতে পারবেন।

আন্ডারওয়াটার মেট্রো সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যঃ

  • কলকাতার আন্ডারওয়াটার মেট্রোর হাওড়া ময়দান-এসপ্ল্যানেড সেকশনটি একমাত্র অংশ যা জলের তলা দিয়ে গেছে। হাওড়া মেট্রো স্টেশনটি ভারতের গভীরতম স্টেশন।
  • হওড়া ময়দান-এসপ্ল্যানেড অংশ গঙ্গা নদীর তলা দিয়ে গেছে। হাওড়া ও সল্টলেক শহর এই মেট্রোর মাধ্যমে জুড়ে গেছে। অন্যদিকে দক্ষিণ কলকাতাও জুড়েছে।
  • ২০২৩ সালের এপ্রিলে কলকাতা মেট্রোর আন্ডারওয়াটার অংশে প্রথম ট্রায়ল শুরু হয়েছিল। জলের গভীরে ট্রেনে চালিয়ে ইতিহাস তৈরি করেছিল।
  • হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডের দৈর্ঘ্য ৪.৮ কিলোমিটার। এটি ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডোরের অংশ, হাওড়া ময়দানকে আইটি হাব সল্টলেক সেক্টর V-এর সঙ্গে যুক্ত করেছে।
  • নদীর নিচ দিয়ে গেছে মাত্র ৫২০ মিটার। এটি অতিক্রম করতে সময় লাগবে মাত্র ৪৫ সেকেন্ড।
  • এসপ্ল্যানেড এবং শিয়ালদহের মধ্যে ইস্ট-ওয়েস্ট মেট্রোর প্রান্তিককরণের অংশটি এখনও নির্মাণাধীন। তবে সল্টলেক সেক্টর V থেকে শিয়ালদহ অংশ ইতিমধ্যেই ব্যবহার করা হচ্ছে। মেট্রো অটোমেটিক ট্রেন অপারেশন (ATO) নামে একটি সিস্টেম ব্যবহার করে। এর অর্থ হল মোটরম্যান একটি বোতাম টিপলে ট্রেনটি স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী স্টেশনে চলে যায়

আরও পড়ুনঃ

Sandeshkhali: সন্দেশখালির শাহহাজানের জন্য ভবানীভবনে দীর্ঘ অপেক্ষায় সিবিআই, অবশেষে ফরল খালি হাতে

Abhijit Gangopadhyay: নারদকাণ্ড অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য বিজেপির কাছে 'কাঁটা', তৃণমূলের কাছে 'স্বস্তির'

Rahul On Modi: 'জয় শ্রীরাম বলুন আর খিদেতে মারা যান', মোদীকে নিশানা করে বললেন রাহুল গান্ধী

 

PREV
click me!

Recommended Stories

ছুটির দিনে মহানগরের পারদ পতন, শীতে জবুথবু কলকাতায় আর কতটা নামল তাপমাত্রা?
Samik Bhattacharya: ‘SIR বন্ধ করে দিন তবুও ২০২৬-এ তৃণমূল হারবে!’ চ্যালেঞ্জ শমীকের