বুধবার উদ্বোধন হবে দেশের প্রথম জলের তলার মেট্রো। দেশের প্রথম মেট্রো চলেছিল কলকাতা শহর থেকেই । এবার দেশের প্রথম আন্ডারওয়াটার মেট্রোর উদ্বোধনও হবে এই রাজ্যে।
কাউন্টডাউন শুরু! আগামিকাল, বুধবার উদ্বোধন হবে দেশের প্রথম জলের তলার মেট্রো। দেশের প্রথম মেট্রো চলেছিল কলকাতা শহর থেকেই । এবার দেশের প্রথম আন্ডারওয়াটার মেট্রোর উদ্বোধনও হবে এই রাজ্যে। গঙ্গানদীর নিচ দিয়ে চলবে মেট্রো। নদীগর্ভে প্রায় ১৬.৬ কিলোমিটার রাস্তা দিয়ে চলবে মেট্রো রেল। ইস্ট-ওয়েস্ট মেট্রোর মোট দৈর্ঘ্য ১৬.৬ কিলোমিটার। যার মধ্যে ভূগর্ভস্থ অংশ ১০.৮ কিলোমিটার। হুগলি নদীর নিচে টানেল রয়েছে।
আন্ডারওয়াটার মেট্রোর মাধ্যমে কলকাতার সঙ্গে যুক্ত হবে হাওড়া ও সল্টেলেক। মোট ৬টি স্টেশন থাকবে। যার মধ্যে ৩টি স্টেশনই ভূগর্ভস্থ। জলের তলার মেট্রোর অংশের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপস্থিত থাকবেন বিশিষ্টরা। ভারতীয় রেলের কর্মকর্তারা উপস্থিত থাকবে। এই একই দিনে দেশের সাধারণ মানুষও এই মেট্রোরেলে করে সফর করতে পারবেন।
আন্ডারওয়াটার মেট্রো সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যঃ
আরও পড়ুনঃ
Sandeshkhali: সন্দেশখালির শাহহাজানের জন্য ভবানীভবনে দীর্ঘ অপেক্ষায় সিবিআই, অবশেষে ফরল খালি হাতে
Rahul On Modi: 'জয় শ্রীরাম বলুন আর খিদেতে মারা যান', মোদীকে নিশানা করে বললেন রাহুল গান্ধী