
West Bengal News: কালী প্রতিমার (Goddess Kali idol) পর রেহাই পেল না জগদ্ধাত্রী প্রতিমাও (Goddess Jagadhatri idol)! ঘটনাস্থল সেই দক্ষিণ ২৪ পরগনা. কয়েকদিন আগেই দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে কালী প্রতিমার (Goddess Kali idol) মাথা কেটে নেওয়ার অভিযোগ ওঠে। এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করে পুলিশ। পরে গ্রামবাসীদের প্রতিবাদের মুখে মাথা কাটা প্রতিমা প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায় পুলিশ। এবার দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারের মল্লিকপুর গ্রামের বটতলা জগদ্ধাত্রী প্রতিমার মাথা কেটে নেওয়ার অভিযোগ উঠল। এক মহিলা কাঁদতে কাঁদতে জানিয়েছেন, তিনি যে মূর্তিগুলি তৈরি করেছিলেন, তার মধ্যে একটি মূর্তির মাথা কেউ কেটে দিয়ে চলে গিয়েছে। বৃহস্পতিবার জগদ্ধাত্রী পুজোর নবমী। রাজ্যের বেশিরভাগ জায়গাতেই শুধু নবমীর দিন জগদ্ধাত্রী পুজো হয়। সেই কারণেই মূর্তি তৈরি করে রোজগারের আশায় ছিলেন ওই মহিলা। কিন্তু আর্থিক ক্ষতি এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের জোড়া ধাক্কায় তিনি শোকে ভেঙে পড়েছেন।
এই মাথা কাটা জগদ্ধাত্রী প্রতিমার ছবি ও ভিডিও শেয়ার করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) 'এক্স' হ্যান্ডলে লিখেছেন, 'ছবিগুলি পশ্চিমবঙ্গের মন্দিরবাজারের বটতলা এলাকার ঘটনা। মনে হচ্ছে বাংলাদেশকেও পেছনে ফেলে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পশ্চিমবঙ্গ! গতকাল রাতে মন্দিরবাজারের মল্লিকপুর গ্রামের বটতলাতে একজন পটোদারের ঘরে তৈরি হয়ে যাওয়া একাধিক মা জগদ্ধাত্রী'র প্রতিমা ভাঙচুর করা হয়েছে, প্রতিমার মাথা কেটে নিয়ে যাওয়া হয়েছে। হিন্দুদের পুজো হবে তাই প্রতিমা ভাঙচুর করতেই হবে। পশ্চিমবঙ্গে এই প্রবণতা বাড়ছে। হিন্দুদের আস্থা, বিশ্বাসে তাদের ধর্ম পালনে বাধা দান করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সীমাহীন তোষণ আর পুলিশের প্রশ্রয়ের ফল ভোগ করছে পশ্চিমবঙ্গে হিন্দুরা। এই তোষণকারী মমতা বন্দ্যোপাধ্যায় আর তার সরকারকে বিদায় না জানানো অবধি এই পরিস্থিতি বদলাবে না।'
এই অভিযোগের পরিপ্রেক্ষিতে এখনও পর্যন্ত পুলিশ-প্রশাসনের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এশিয়ানেট নিউজ বাংলার পক্ষ থেকে পুলিশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।