Summer Vacation: মর্নিং স্কুলের আবেদন খারিজ, জারি হল নয়া বিজ্ঞপ্তি, ফের কি বাড়ছে গরমের ছুটি?

Published : Jun 04, 2025, 09:01 AM IST

Summer Vacation: তীব্র গরম ও করোনা সংক্রমণের মধ্যে স্কুল খোলা নিয়ে উদ্বেগ বাড়ছে। অভিভাবকদের মধ্যে ভয় দেখা যাচ্ছে। যে কারণে ছাত্রছাত্রীদের উপস্থিতি কম। মর্নিং স্কুলের আবেদন নাকচ হওয়ায় ছুটির আশায় অপেক্ষা করছেন সকলে।

PREV
110

গরমের ছুটি শেষে ২ জুন থেকে খুলে গিয়েছে রাজ্যের স্কুলগুলো। এই তীব্র গরমে স্কুল যেতে হচ্ছে পড়ুয়াদের।

210

তেমনই গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে করোনা। ইতিমধ্যে রাজ্যে করোনা আক্রান্তের মৃত্যুর খবর এসেছে প্রকাশ্যে।

310

একদিকে গরম অপর দিকে করোনা পরিস্থিতি সব মিলিয়ে বাচ্চাদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন অনেক অভিভাবকেরা। যে কারণে স্কুল খোলার পর ছাত্রছাত্রীদের উপস্থিতি কম দেখা যাচ্ছে।

410

গরমের কথা মাথায় রেখে মর্নিং স্কুলের আবেদন জানিয়েছিল বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুর জেলার প্রাথমিক শিক্ষা সংসদ।

510

জানা গিয়েছে, ৩ বা ৪ জুন থেকেই সকালের দিকে স্কুল করানোর নির্দেশ দেওয়া হয়েছিল স্কুলগুলোতে। সপ্তাহে ৫ দিন সকাল ৬.৩০ থেকে ১১টা পর্যন্ত আর শনিবার ৬.৩০ থেকে ৯টা পর্যন্ত চলবে পঠন পাঠন।

610

তবে, এই আবেদন খারি করে দিল শিক্ষা পর্যদ। জারি করা হল নয়া বিজ্ঞপ্তি। জানানো হয়েছে, যেমন স্কুলের সময় সেই সময়ই চলবে স্কুল

710

এদিকে আবহাওয়া অফিস সূত্রে খবর এখনও চলবে গরম। জৈষ্ঠ্যের গরমে নাজেহাল অবস্থা হচ্ছে সকলের। আরও বাড়বে এই অস্বস্তি।

810

সব মিলিয়ে সকলেই আশা করছেন আবার ছুটি পড়বে স্কুলগুলোতে। এর আগেও স্কুল খোলার পর ফের ছুটি পড়তে দেখা গিয়েছে। ফলে এবার এমন হতেই পারে। 

910

তবে, মর্নিং স্কুলের আবেদন খারিজের বিজ্ঞপ্তি জারি হলেও এখনও স্কুল বন্ধের বিষয় কোনও বিজ্ঞপ্তি আসেনি।

1010

করোনার কথা মাথায় রেখে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে অনেক স্কুলে। তবে, ছুটি সংক্রান্ত কোনও নোটিস এখনও আসেনি।

Read more Photos on
click me!

Recommended Stories