- Home
- West Bengal
- West Bengal News
- SIR-এর কাজে অনীহা রাজ্যের BLO-দের? নির্বাচন কমিশন কড়া নোটিশ পাঠাল ৬০০ বুথ লেভেল অফিসারকে
SIR-এর কাজে অনীহা রাজ্যের BLO-দের? নির্বাচন কমিশন কড়া নোটিশ পাঠাল ৬০০ বুথ লেভেল অফিসারকে
বিহারে ভোটার তালিকার নিবিড় সংশোধনের পরই রাজ্য জুড়ে SIR-এর প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। তেমনই বলছে নির্বাচন কমিশনের একটি সূত্র। তবে বুথ লেভেল অফিসার বা BLOদের কড়়া চিঠি দেওয়া হয়েছে বলে কমিশন সূত্রের খবর।

SIR-এর প্রস্তুতি
বিহারে ভোটার তালিকার নিবিড় সংশোধনের পরই রাজ্য জুড়ে SIR-এর প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। তেমনই বলছে নির্বাচন কমিশনের একটি সূত্র। কিন্তু এই প্রস্তুতিতে রীতিমত ভাটা পড়েছে। নির্বাচন কমিশনের সূত্রের খবর বিএলও বা বুথ লেভেল অফিসারদের একাংশ এই বিষয়ে কমিশনকে সহযোগিতা করছে না। আর সেই কারণেই দেরি হচ্ছে SIRএর প্রস্তুতি নিতে।
বিএলওদের 'না'
নির্বাচন কমিশনের দেওয়া দায়িত্ব নিতে অস্বীকার করা। প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ না করা-সহ একাধিক নির্দেশ পালন করছে রাজ্যের বিএলওরা। তেমনই অভিযোগ নির্বাচন কমিশনের। সেই কারণেই রাজ্যের প্রায় ৬০০ বিএলওদের নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন। কেন তারা কমিশনের নির্দেশ অগ্রাহ্য করছে তারই কারণ দর্শাতে নির্দেশ দিয়েছে।
কাজে যোগ দিচ্ছে না বিএলওরা
এই রাজ্যে এপ্রিল মাস থেকেই বিএলও বা বুথ লেভেল অফিসার নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল। কিন্তু তারপর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত কাজে যোগই দেননি রাজ্যের প্রায় ৬০০ বুথ লেভেল অফিসার। তাই ইআরওরা এই নোটিশ পাঠিয়েছেন। কমিশন সূত্রের খবর কেন কাজ করতে চাননি- তারই সঠিক কারণ জানাতে হবে। জবাবে যদি কমিশন সন্তুষ্ট না হয় তাহলে ১৯৫০ সালের জনপ্রতিনিধিত্ব আইন অনুয়ায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বিএলওদের কাজ
বাংলায় SIR-এর প্রস্তুতি শুরু হয়েছে। কয়েকটি এলাকায় ম্যাপিং-এর কাজ প্রায় শেষের দিকে। কিছু এলাকায় কাজ তেমন হয়নি। বাংলায় যে কোনও সময়ই শুরু হতে পারে SIR। কমিশনের এই কাজে বিএলওরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারাই বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করে। তাই তাদের কাজে অনীহা রীতিমত তাৎপর্যপূর্ণ বলেও মনে করছে প্রশাসনের একাংশ।
মুখ্য নির্বাচনী আধিকারিকের মন্তব্য
কলকাতায় মুখ্যনির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী বলেন, 'এই বিষয়ে আমাদের কিছু করার নেই। শীঘ্রই ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া চলছে তার আগে পশ্চিমবঙ্গে এই পরিস্থিতি তৈরি হওয়ায় কমিশন রাজ্যের উপর কড়়া নজরদারি শুরু করেছে। '

