দীঘায় এবার বাড়তি আকর্ষণ! জগন্নাথ মন্দির থেকে চোখ ফেরাতে পারবেন না, কেমন হচ্ছে দেখে নিন

Published : Feb 26, 2025, 04:17 PM IST
Puri Temple

সংক্ষিপ্ত

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, আসন্ন অক্ষয় তৃতীয়ার দিন দিঘায় ওই জগন্নাথ মন্দির খুলে যাবে। দিঘা রেল স্টেশনে একেবারে কাছেই এই মন্দির দেখলে ভক্তিতে প্রাণ জুড়িয়ে যাবে আপনারও । ২০ একর জমির ওপর তৈরি করা হয়েছে এই মন্দির। 

এবার দীঘা হতে চলেছে আরও আকর্ষণীয় । বদলে যাচ্ছে দীঘার পর্যটন মানচিত্র। বাংলা তো বটেই দীঘা এবার আকর্ষণের কেন্দ্র বিন্দু হবে অনান্য রাজ্যের মানুষের কাছেও এমনটা মনে করছেন স্থানীয়রা। পুরীর জগন্নাথ মন্দিরের আদলে এবার মন্দির তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গের দীঘায়। জগন্নাথদেবের মূর্তি, আর প্রায় একই উচ্চতায় পুরীর জগন্নাথ ধাম এবার দিঘার সৈকত শহরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা অনুযায়ী মাথা তৈরি হচ্ছে সেই মন্দির। আর সেই মন্দির নিয়েও কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধীরা। তবে কোন কিছুতেই গা না মাখিয়ে পর্যটকরা চাইছেন দীঘার এই মন্দিরকে ঘিরে বাড়তি আকর্ষণ তৈরি হবে বাংলার এই সৈকত শহরে।

দিঘা-পুরী নিয়ে বাঙালির উন্মাদনা সেই অতীত কাল থেকে। একটু ফুরসৎ পেলেই বেশিরভাগ বাঙালি ছুটি কাটিয়ে আসেন উড়িষ্যার পুরী নয়তো বাংলার দীঘা থেকে। পুরীর জগন্নাথ ধামের টানে পুরীতে পর্যটকের সমাগম থাকে বছরভর। দীঘাতে সুমদ্রের হাতছনিতে বহু পর্যটক আসেন । এবার দীঘাতে জগন্নাথ মন্দির তৈরি হওয়ায় বাড়তি উচ্ছ্বাসে মত্ত পর্যটকরা।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, আসন্ন অক্ষয় তৃতীয়ার দিন দিঘায় ওই জগন্নাথ মন্দির খুলে যাবে। দিঘা রেল স্টেশনে একেবারে কাছেই এই মন্দির দেখলে ভক্তিতে প্রাণ জুড়িয়ে যাবে আপনারও । ২০ একর জমির ওপর তৈরি করা হয়েছে এই মন্দির। হিডকো-র অধীনে এই মন্দিরের নির্মাণ কাজ প্রায় শেষের দিকে। এই মন্দির তৈরির জন্য ২৫০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার । মন্দিরের পাশাপাশি চৈতন্যদ্বার নির্মাণ করা হচ্ছে।, যেখানে থাকবে চৈতন্যের মূর্তি। দুটি স্নানের ঘাট নির্মাণ করা হচ্ছে দীঘার জগন্নাথ মন্দিরের কাছে। ফলে দিঘার জগন্নাথ মন্দিরে গেলে সমুদ্রস্নানে বাড়তি সুবিধে হবে পর্যযটকদের। জানা গিয়েছে, মন্দিরের অন্দরে থাকবে শ্বেতপাথরের জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি। সেই সঙ্গে কাঠের মূর্তি থাকবে, পুরীর মন্দিরের মতো। রাজস্থানের বংশী পাহাড়ের বিখ্যাত বেলেপাথরে গড়ে উঠছে এই আকর্ষণীয় মন্দির।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

১ বছর পরে ২ দিনের সফরে কোচবিহার যাচ্ছেন মমতা, রইল সোম ও মঙ্গলের ঠাসা কর্মসূচি
Dilip Ghosh: বাংলায় ‘বাবরি মসজিদ’! বিজেপির দিলীপ হুমায়ুনকে দিলেন চরম উপদেশ