গঙ্গার তলায় ডুবে যেতে পারে পুরো কলকাতা! নিমতলা ঘাটের একাংশে শুরু ভাঙন, চরম উদ্বেগে মেয়র
গঙ্গার তলায় ডুবে যেতে পারে পুরো কলকাতা! নিমতলা ঘাটের একাংশে শুরু ভাঙন, চরম উদ্বেগে মেয়র
Anulekha Kar | Published : Nov 5, 2024 4:11 AM IST
কিছুদিন আগেই গঙ্গার জলে ডুবে গিয়েছিল নিমতলা ঘাটের একাংশ। তা দেখে মারাত্মক উদ্বেগ প্রকাশ করেছিলেন খোদ মেয়র ফিরহাদ হাকিম। এবার গঙ্গার তলায় ডুবে যেতে পারে পুরো কলকাতা!
এবার সেই ঘাট ভাঙনের ভয়াবহতা নিজের চোখে পরিদর্শন করতে এলেন মেয়র। এর আগেই তিনি জানিয়েছিলেন যে হাওড়ার দিকে পড়ে যাচ্ছে পলি আর তাতেই বিপন্ন হতে পারে মহানগরী। সঠিক পদক্ষেপ না নিলেই বিপদ! থাকবে না আর প্রাণের শহর।
এদিন মেয়র জানান, “হাওড়ার অনেকটা জায়গায় পলি পড়ে যাচ্ছে। ভাঙন হচ্ছে মিলেনিয়াম পার্কের জায়গায়। নিমতলা ঘাটের কাছে ভেঙে যাচ্ছে গঙ্গার পাড়। এর ফলেই কলকাতার অনেকটা অংশ বিপন্ন হওয়ার আশঙ্কা জানিয়েছেন মেয়র।”
মেয়র আরও জানান, “মানুষকে সচেতন হতেই হবে। আগের সরকারের কোনও প্ল্যানিং ছিল না। তাই গঙ্গায় প্রচুর ময়লা ফেলা হত। এই সরকারকে সাবধান হতে হবে। কেন্দ্রীয় সরকারকেও এগিয়ে আসতে হবে।”
“দিল্লিতে জল পাওয়া যায় না বলে ওয়াটার মাফিয়া রয়েছে আর কলকাতায় গঙ্গা রয়েছে। এমন কিছু ব্যবস্থা করতে হবে যাতে ১০০ বছর পরেও জলের কষ্ট না হয়।”
যদি এই ভাবে চলতে থাকে তবে খুব তাড়াতাড়ি কলকাতা গঙ্গার তলায় ডুবে যাবে বলেই ধারনা প্রকাশ করছেন পরিবেশবীদরা।
ইতিমধ্যেই আদি গঙ্গার পলি সরাতে ২৫ কোটি টাকা বরাদ্দ হয়েছে বলে জানা গিয়েছে। তবে মূলত ড্রেজিংয়ের সমস্যার জন্যই ঘাটের একাংশ ভাঙছে বলে দাবি করেছেন মেয়র।
এদিকে ২০২৩ সালের জানুয়ারি মাসে কেন্দ্রীয় সরকারের অর্থ সহায়তায় নদীর জলকে পরিষ্কার করা ও নাব্যতা বৃদ্ধির জন্য নমামি গঙ্গে প্রকল্প তৈরি করা হয়েছিল। আড়াই বছরের মধ্যে এই কাজ শেষ করার টার্গেট নেওয়া হয়েছিল সেই সময়।