- Home
- West Bengal
- Kolkata
- আজ মেট্রো পরিষেবায় বড় বদল, দুই লাইনে মেট্রো চলাচল করলেও বাকি দুটি পুরোপুরি বন্ধ
আজ মেট্রো পরিষেবায় বড় বদল, দুই লাইনে মেট্রো চলাচল করলেও বাকি দুটি পুরোপুরি বন্ধ
Metro timetable on Holi:কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে আগামিকাল অর্থাৎ শুক্রবার ব্লু লাইন - কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর, গ্রিন লাই-১ শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ ও গ্রিন লাইন -২ হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড -সবকটি ক্ষেত্রেই পরিষেবা মিলবে।

হোলির দিন মেট্রো পরিষেবা
হোলি বা দোলের দিন মেট্রো রেলের সময়সূচিতে বড় বদল করল কলকাতা মেট্রো। দুই লাইনে চলবে না মেট্রো।
মেট্রো পরিষেবা
কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে আগামিকাল অর্থাৎ শুক্রবার ব্লু লাইন - কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর, গ্রিন লাই-১ শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ ও গ্রিন লাইন -২ হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড -সবকটি ক্ষেত্রেই পরিষেবা মিলবে।
দেরিতে চলবে মেট্রো
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে দোলের দিন অর্থাৎ আগামিকাল অন্যান্য দিনের থেকে দেরিতে শুরু হবে মেট্রো পরিষেবা।
মেট্রো পরিষেবা শুরু
কাল কলকাতা মেট্রোর উত্তর-দক্ষিণ শাখায় প্রথম মেট্রো ছাড়বে দুপুর আড়াইটে নাগাদ। দক্ষিণেশ্বর, নোয়াপাড়া এবং কবি সুভাষ স্টেশন থেকে শুক্রবার প্রথম মেট্রো পাওয়া যাবে ওই সময়ে।
শেষ মেট্রো
প্রথম মেট্রো দেরিতে ছাড়লেও শেষ মেট্রোর সময় কিন্তু বদল করা হচ্ছে না। জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। অর্থাৎ নির্ধারিত সময়ই ছাড়বে শেষ মেট্রো।
পরের দিন...
দোলের পরের দিন অর্থাৎ শুক্রবার মেট্রোর সময় বদলাচ্ছে না। নির্ধারিত দিনের মতই মেট্রো চলাচল করবে।
দোলের দিন ব্লু লাইনে মেট্রো পরিষেবা
দোলের দিন ব্লু লাইনে আপ, ডাউন মিলিয়ে মোট ৬০টি পরিষেবা পাওয়া যাবে।
গ্রিন লাইনের মেট্রো পরিষেবা
সেক্টর ফাইভ এবং শিয়ালদহ থেকে প্রথম মেট্রো ছাড়বে দুপুর ৩টেয়। অন্য দিকে, এসপ্ল্যানেড এবং হাওড়া ময়দানের মধ্যেও মেট্রো চলাচল শুরু হবে দুপুর থেকেই। গ্রিন লাইন-১ এবং গ্রিন লাইন-২-তে শেষ মেট্রো সূচিতেও পরিবর্তন করা হয়েছে।
শেষ মেট্রো
সেক্টর ফাইভ এবং শিয়ালদহ থেকে রাত ৮টায় শেষ মেট্রো ছাড়বে। এসপ্ল্যানেড এবং হাওড়া ময়দান থেকেও শেষ মেট্রো ছাড়বে ওই সময়েই।
২২টি মেট্রো চলবে
শুক্রবার শিয়ালদহ এবং সেক্টর ফাইভে মধ্যে আপ এবং ডাউন মিলিয়ে মোট ২২টি পরিষেবা চলবে। এসপ্ল্যানেড এবং হাওড়া ময়দানের মধ্যেও পরিষেবা কমানো হয়েছে। গ্রিন লাইন-২-তে ওই দিন ৪২টি পরিষেবা পাওয়া যাবে। তবে অরেঞ্জ ও পার্পেল নাইনে পরিষেব বন্ধ থাকবে।

