ইডির নিয়োগ মামলা জামিন পেলেন কুন্তল ঘোষ! তবে এই শর্ত মানতেই হবে, কড়া নির্দেশ হাইকোর্টের

Published : Nov 20, 2024, 12:47 PM IST
kuntal ghosh saayoni ghosh

সংক্ষিপ্ত

ইডির নিয়োগ মামলা জামিন পেলেন কুন্তল ঘোষ! তবে বেশ কিছু শর্ত দিল হাইকোর্ট

ইডির মামলায় জামিল পেল কুন্তল ঘোষ। নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত কুন্তল ঘোষকে জামিন দিল কলকাতা হাইকোর্ট। বুধবার শর্তসাপেক্ষে কুন্তলের জামিন মঞ্জুর করা হয়েছে। জামিনের আবেদন মামলায় অভিযুক্তকে শর্তসাপেক্ষ জামিন দিয়েছে বিচারপতি শুভ্রা ঘোষ। তবে পাসপোর্ট জমা রাখতে হবে অভিযুক্তকে।

জানা গিয়েছে নিম্ন আদালতের শুনানির সময় তাঁকে হাজির থাকতে হবে। আদালতে জমা দিতে হবে মোবাইল। মোবাইল নম্বর পরিবর্তন করা যাবে না। এ ছাড়া কোনও সাক্ষীকে প্রাভাবিত করতে পারবেন না কুন্তল। তবে ইডির মামলায় জামিন পেলেও সিবিআইয়ের দায়ের করা মামলায় এখনও জামিন মঞ্জুর হয়নি কুন্তলের।

তাই এখনই জেল থেকে ছাড়া মিলছে না। প্রথামিক স্কুলে নিয়োগের মামলায় নাম জড়িয়েছে কুন্তলের। প্রাথমিক স্কুলের নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়ায় কুন্তলের । প্রথামিক শিক্ষা পর্ষদের সভাপতি অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ তথা নিয়োগ মামলায় অভিযুক্ত তাপস মণ্ডল তদন্তকারীদের কাছে দাবি করেছিলেন ৩২৫ জন শিক্ষক পদপ্রার্থীর কাছ থেকে ৩ কোটি ২৫ লক্ষ টাকা নিয়েছে কুন্তল বলে অভিযোগ। ২০২৩ সালের ২১ জানুয়ারি প্রায় ২৪ ঘণ্টা ধরে তল্লাশির পরে হুগলির তথকালীন তৃণমূল নেতা কুন্তল ইডির হাতে গ্রেফতার হন।

PREV
click me!

Recommended Stories

LIVE NEWS UPDATE: Amazon Investment India - আগামী ২০৩০ সালের মধ্যে ভারতে ৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে অ্যামাজন?
শেষ হল এনুমারেশন ফর্মের কাজ, ভোটার তালিকা থেকে বাদ পড়লেন কতজন? রইল নয়া আপডেট