লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়তে পারে, KYC সংক্রান্ত সমস্যা থাকলে এখনই মিটিয়ে নিন

Published : Mar 17, 2025, 09:39 PM IST

KYC on Lakshmi Bhandar: লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যদি এখনও না পান তাহলে অবশ্যই মিটিয়ে নিন আপনার কেওয়াইসি সংক্রান্ত সমস্যা। 

PREV
110
লক্ষ্মীর ভাণ্ডারের টাকা

লক্ষ্মীর ভাণ্ডার রাজ্যের সবথেকে জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে একটি। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের টাকা দেয়।

210
টাকার অঙ্ক

রাজ্য সরকার সাধারণ শ্রেণির মহিলাদের মাতে ১০০০ টাকা দেয়। আর তফশিলি জাতি ও উপজাতির মহিলাদের মাসে ১৫০০ টাকা করে দেয়।

310
বাজেটে টাকা বাড়েনি

জল্পনা থাকলেও রাজ্য সরকার এবার বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বাড়ায়নি। যদিও টাকা বাড়তে পারে বলেও জল্পা।

410
টাকা দেওয়ার সময়

রাজ্য সরকার সাধারণ মাসের প্রথমেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিয়ে দেয়। প্রথম সপ্তাহে মধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার টাকা সুবেধেভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যায়।

510
টাকা না ঢুকলে...

যদি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে না ঢোকে তাহলে অবশ্যই আপনার কেওয়ইসি (KYC) সংক্রান্ত সমস্যা থাকতে পারে।

610
KYC সমস্যা

রাজ্য সরকার আর্থিক তছরুপ রুখতে প্রকল্পগুলি নিয়ে যথেষ্ট সচেতন। আর সেই কারণেই ব্যাঙ্কের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক থাকতে হবে। যদি লিঙ্ক না থাকে তাহলে বন্ধ হয়ে যাবে টাকা।

710
লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বৃদ্ধি!

লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বৃদ্ধি হতে পারে। এমন জল্পনা এখনও চলছে। যদিও রাজ্য সরকার কিছুই বলেনি। নবান্নও মুখ বন্ধ করেছে।

810
পুজোর সময় টাক বৃদ্ধি

জল্পনা চলছে রাজ্য সরকার দুর্গা পুজোর সময় লক্ষ্মীর ভাণ্ডারের টাকার অঙ্ক বৃদ্ধি করতে পারে। যদিও নবান্ন কিছু বলেনি।

910
আগামী বছর ভোট

আগামী বছর বিধানসভা নির্বাচন। তার আগেই রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়াতে পারে বলেও অনুমান অনেকের।

1010
লক্ষ্মীর ভাণ্ডার চালু

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প মমতা বন্দ্যোপাধ্য়ায় চালু করেছিলেন ২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগে চালু করেছিলেন। প্রথমে ৫০০ টাকা করে দেওয়া হত। পরে ধীরে ধীরে বাড়ে টাকর অঙ্ক।

click me!

Recommended Stories