বঙ্গ বিজেপির সভাপতি কে? প্রক্রিয়ার মধ্যেই আচমকা দিল্লি গেলেন শুভেন্দু অধিকারী

Published : Mar 17, 2025, 03:06 PM IST

Suvendu Adhikari visits Delhi: একদিকে বঙ্গ বিজেপির সভাপতি নির্বাচনের প্রক্রিয়া চলছে। সেই সময়ই আচমকাই দিল্লি গেলেন শুভেন্দু অধিকারী। যদিও জানিয়েছেন সুকান্ত মজুমদারের বাড়িতে বিজেপি সাংসদদের বৈঠকে যোগ দেবেন তিনি। 

PREV
110
বিজেপির সভাপতি নির্বাচন প্রক্রিয়া

বিজেপির সভাপতি নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে। সূত্রের খবর কোর কমিটির বৈঠকও শুরু হয়েছে রাজ্য।

210
রবিবার কোর কমিটির বৈঠক

সভাপতি নির্বাচন নিয়ে রবিবার বিজেপির সল্টলেকের কার্যালয়ে বৈঠকে বসেছিলেন কোর কমিটির সদস্যরা।

310
পরের দিনই শুভেন্দুর দিল্লি যাত্রা

এই কোর কমিটির প্রথম পর্যায়ের বৈঠকের পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই শুভেন্দু অধিকারীর দিল্লি যাত্রা। যা নিয়ে রাজ্য বিজেপির অন্দরে জল্পনা শুরু হয়েছে।

410
শুভেন্দুর বক্তব্য

শুভেন্দু অধিকারী অবশ্য বলেছেন, সোমবার সন্ধ্যায় সুকান্ত মজুমদারের দিল্লির বাড়িতে একটি বৈঠক রয়েছে।

510
বৈঠকে আর কে?

শুভেন্দু জানিয়েছেন এই বৈঠকে বিজেপির কয়েক জন সাংসদও থাকবেন। সাংসদদের বৈঠকেই যোগ দিতে দিল্লি যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

610
অমিত শাহের সঙ্গে দেখা হবে?

অমিত শাহের বিশেষ স্নেহভাজন শুভেন্দু অধিকারী। দিল্লিতে গেলে তিনি দেখা করেন অমিত শাহের সঙ্গে। কিন্তু এবার কী শুভেন্দু দেখা করবেন অমিত শাহের সঙ্গে? এই প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন।

710
অমিত শাহের বঙ্গ সফর

চলতি মাসের শেষের দিকে অমিত শাহের বঙ্গ সফরের কথা রয়েছে। তাই এই অবস্থায় শুভেন্দুর দিল্লি সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেও মনে করছে গেরুয়া শিবির।

810
এক দিনের বঙ্গ সফর

বিজেপি সূত্রের খবর আগমী ২৯ মার্চ এক দিনের সফরে কলকাতায় আসছেন অমিত শাহ। একাধিক সাংগঠনিক বৈঠর সেরেই ফিরে যাবেন দিল্লিতে।

910
আগেই সভাপতি ঘোষণা

বিজেপি সূত্রের খবর অমিত শাহের বঙ্গ সফরের আগেই রাজ্য বিজেপির সভাপতির নাম ঘেষণা করা হতে পরে।

1010
শুভেন্দু দিল্লিতে কেন?

এই পরিস্থিতিতে শুভেন্দুর দিল্লি যাত্রা যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ তা আর বলার অপেক্ষা রাখে না। কারণ বিজেপির সভাপতির ওপর এবার গুরুদায়িত্ব পড়বে। কারণ সভাপতির নেতৃত্বেই বিজেপি আগামী বছর অর্থাৎ ২০২৬-এ বিধানসভা নির্বাচন করবে।

Read more Photos on
click me!

Recommended Stories