শুভেন্দু অধিকারী অবশ্য বলেছেন, সোমবার সন্ধ্যায় সুকান্ত মজুমদারের দিল্লির বাড়িতে একটি বৈঠক রয়েছে।
510
বৈঠকে আর কে?
শুভেন্দু জানিয়েছেন এই বৈঠকে বিজেপির কয়েক জন সাংসদও থাকবেন। সাংসদদের বৈঠকেই যোগ দিতে দিল্লি যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
610
অমিত শাহের সঙ্গে দেখা হবে?
অমিত শাহের বিশেষ স্নেহভাজন শুভেন্দু অধিকারী। দিল্লিতে গেলে তিনি দেখা করেন অমিত শাহের সঙ্গে। কিন্তু এবার কী শুভেন্দু দেখা করবেন অমিত শাহের সঙ্গে? এই প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন।
710
অমিত শাহের বঙ্গ সফর
চলতি মাসের শেষের দিকে অমিত শাহের বঙ্গ সফরের কথা রয়েছে। তাই এই অবস্থায় শুভেন্দুর দিল্লি সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেও মনে করছে গেরুয়া শিবির।
810
এক দিনের বঙ্গ সফর
বিজেপি সূত্রের খবর আগমী ২৯ মার্চ এক দিনের সফরে কলকাতায় আসছেন অমিত শাহ। একাধিক সাংগঠনিক বৈঠর সেরেই ফিরে যাবেন দিল্লিতে।
910
আগেই সভাপতি ঘোষণা
বিজেপি সূত্রের খবর অমিত শাহের বঙ্গ সফরের আগেই রাজ্য বিজেপির সভাপতির নাম ঘেষণা করা হতে পরে।
1010
শুভেন্দু দিল্লিতে কেন?
এই পরিস্থিতিতে শুভেন্দুর দিল্লি যাত্রা যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ তা আর বলার অপেক্ষা রাখে না। কারণ বিজেপির সভাপতির ওপর এবার গুরুদায়িত্ব পড়বে। কারণ সভাপতির নেতৃত্বেই বিজেপি আগামী বছর অর্থাৎ ২০২৬-এ বিধানসভা নির্বাচন করবে।