এবার সুপ্রিম কোর্টে ডিএ মামলা নিয়ে যথেষ্ট আশাবাদী রাজ্যের সরকারি কর্মীরা। কারণ গত আড়াই বছরে এই প্রথম সুপ্রিম কোর্টের অ্যাডভান্সড লিস্টে রয়েছে এই মামলা।
510
বেঞ্চ
সুপ্রিম কোর্টের কোন বেঞ্চে উঠবে ডিএ মামলা? তা এখনও জানান হয়নি।
610
সরকারি কর্মীদের আশা
বিষয়টি নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের অপর একটি সংগঠন ইউনিটি ফোরামের আহ্বায়ক মৃণ্ময় শ্রীমাণী বলেন, 'গত আড়াই বছরে এই প্রথম ডিএ মামলা সুপ্রিম কোর্টের অ্যাডভান্স লিস্টে প্রথম ১০০-র মধ্যে উঠেছে (অ্যাডভান্স লিস্টে ৯৫ নম্বরে আছে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা)।' এই বিষয়টাকেই তিনি বিজয়ের প্রাক-মুহূর্ত বলে চিহ্নিত করেছেন তিনি।
710
চার শতাংশ ডিএ বৃদ্ধি
যেদিন সুপ্রিম কোর্টে ডিএ মামলা উঠবে, তার এক সপ্তাহ কাটতে না কাটতেই পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের চার শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি পাবে। বাজেটেই ঘোষণা করে দেওয়া হয়েছে যে ২০২৫ সালের ১ এপ্রিল থেকে বর্ধিত ডিএ কার্যকর হবে।
810
১৮ শতাংশ হারে বৃদ্ধি
এবার ৩ শতাংশ হারে ডিএ বৃদ্ধি পেলেই রাজ্যের সরকারি কর্মীদের ডিএ হবে ১৮ শতাংশ হারে।
910
রাজ্যের সরকারি কর্মীদের দাবি
রাজ্যের সরকারি কর্মীরা কেন্দ্রের হারে ডিএ-এর দাবিতে সরব ছিলেন। আইনি লড়াইয়ের পাশাপাশি তাঁরা আন্দোলনও করেছেন।
1010
ডিএর দাবিতে মামলা
রাজ্যের সরকারি কর্মীরা ২০১৬ সাল থেকেই ডিএর দাবিতে আইনি লড়াই লড়ছেন। প্রথমে হাইকোর্টে মামলা ছিল। হাইকোটের ডিএ দেওয়ার দাবিকে মান্যতা দিলেই রাজ্য সরকার সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়।