বছর শেষে দারুণ খবর! ২৫০০ টাকা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার ভাতা, ইঙ্গিত খোদ সরকার পক্ষের

Published : Dec 01, 2025, 12:57 PM IST

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে জল্পনার মাঝেই বড় ইঙ্গিত দিলেন তৃণমূল নেত্রী সায়নী ঘোষ। তিনি জানান, ভবিষ্যতে এই ভাতার পরিমাণ বেড়ে ২৫০০ টাকা পর্যন্ত হতে পারে। শোনা যাচ্ছে এমন খবরই।

PREV
15

দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডার ভাতা বৃদ্ধির কথা। শোনা যাচ্ছিল, এবার থেকে সাধারণ জাতির মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে ১৫০০ টাকা। তেমনই তপশিলি জাতির মহিলারা পাবেন ১৮০০ টাকা করে। এমনই খবর সর্বত্র। তবে, আপাতত এই নিয়ে নিশ্চিত কোনও খবর মেলেনি। এই জল্পনার মাঝে বিরাট ইঙ্গিত মিলল সরকারের পক্ষ থেকে। জানা যাচ্ছে, একেবার ২৫০০ হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার।

25

লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধি নিয়ে বিশেষ ইঙ্গিতদিল তৃণমূল নেত্রী সায়নী ঘোষ। এরই সঙ্গে ছেলেদের ভাতা চালু প্রসঙ্গেও মন্তব্য করেন সায়নী। তিনি জানিয়েছেন, শুরুতে এই প্রকল্পে ৫০০ করে দেওয়া হলেও টাকার পরিমাণ বর্তমানে বেশ বাড়ানো হয়েছে। পরবর্তীকালে এই টাকা ২০০০ থেকে ২৫০০ টাকা হবে বলে মনে করা হচ্ছে।

35

তিনি আরও বলেন, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিয়েই নাকি আজকাল স্বামীরা বাইকের তেল ভরছেন। আর এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা দেখার পর অনেকেই বলেন, বাংলায় ছেলেদের জন্য প্রকল্প চালু করতে।

45

প্রসঙ্গত, মমতা সরকার ক্ষমতায় আসার পর বাংলায় নানান ভাতা চালু করেছে। প্রতি মাসে চালু থাকা ভাতার তালিকায় আছে লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, কন্যাশ্রী, যুবশ্রীর মতো নানান প্রকল্প। এর দ্বারা মাসে মাসে মেলে আর্থিক সাহায্য।

55

এদিকে আবার বিজেপি নেতা লক্ষ্মীর ভাণ্ডার-র নিয়ে বড় প্রতিশ্রুতি দিয়েছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। আড়াই হাজারি স্কিম আনার কথা বলেন। তিনি বলেন, বিজেপি ক্ষমতায় এলে রাজ্যের মহিলারা প্রতি মাসে পাবেন আড়াই হাজার টাকা, ৫০০ টাকায় মিলবে রান্নার গ্যাস, সরকারি বাসে মহিলাদের জন্য থাকবে বিনামূল্য যাতায়াত, সেই সঙ্গে আয়ুষ্মান ভারতে দশ লক্ষ টাকার বিনামূল্যে চিকিৎসার সুবিধা মিলবে।

Read more Photos on
click me!

Recommended Stories