শহরতলির যাত্রীদের জন্য দারুণ খবর! আজ থেকে পার্পল লাইনে অধিক মেট্রো, রইল সময়সূচী

Published : Dec 01, 2025, 12:19 PM IST

সোমবার থেকে কলকাতা মেট্রোর পার্পল লাইনে পরিষেবার সংখ্যা বাড়ানো হয়েছে। জোকা থেকে মাঝেরহাট রুটে এখন প্রতিদিন ৮০টির পরিবর্তে ৮৪টি মেট্রো চলবে এবং প্রথম ও শেষ মেট্রোর সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। 

PREV
15

সোমবার থেকে বাড়ল আরও মেট্রো। শহরতলির যাত্রীদের জন্য বিশেষ সুবিধা নিয়ে এল মেট্রো কর্তৃপক্ষ। আজ সোমবার থেকে শুক্রবার রোজ চলবে বাড়তি মেট্রো। প্রতিদিন ৮০টিক পরিবর্তে ৮৪টি করে মেট্রো চলবে। প্রকাশ্যে এল এমনই খবর। এবার থেকে মিলবে বাড়তি সুবিধা। বছর শেষে যাত্রীদের চমক দিল রেল কর্তৃপক্ষ।

25

সোমবার থেকে শুক্রবার পর্যন্ত পার্পল লাইনে প্রতিদিন ৮৪ টি করে মেট্রো চলবে। ৪০ টি আপ এবং ৪০টি ডাউন-র পরিবর্তে ৪২টি আপ এবং ৪০টি ডাউন লাইনে চলছে। এমনই জানাল মেট্রো কর্তৃপক্ষ। আজ ১ ডিসেম্বর থেকে বেড়ে গেল মেট্রো।

35

আজ ১ ডিসেম্বর জোঁকা থেকে মাঝেরহাট যাওয়ার প্রথম মেট্রো ছাড়ে সকাল ৬.৪০-এ। ৬.৫০-এ আগে ছাড়ত প্রথম মেট্রো। অন্য দিকে, মাঝের হাট থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭.০৩ -এ পূর্বের নির্ধারিত ৭.১৪-র বদলে। এমনই জানা গিয়েছে। 

45

আজ ১ ডিসেম্ববর থেকে  শেষ মেট্রো ছাড়ার সময়ও বদল হয়েছে। জোকা থেকে মাঝেরহাটের দিকে শেষ মেট্রো ছাড়বে রাত ৯.০৫-এ। আগে ছিল রাত ৮.৩৬ মিনিটে। অপরদিকে মাঝেরহাট থেকে জোকা শেষ মেট্রো মিলবে রাত ৯.২৬-এ। আগে ছিল ৮.৫৭ মিনিট।

55

এই নতুন সময়সূচিতে শিয়ালদহ - বজবজ শাখার যাত্রীরা উপকৃত হবেন। ২০টি আপ এবং ২০টি ডাউন লাইনে মেট্রো চলত। এবার তা বেড়ে গেল। অনেকেই মাঝের হাট থেকে ট্রেন ধরে বিভিন্ন স্থানে যান। মেট্রোর সংখ্যা বাড়ে যাওয়ায় যাতায়াত করা আরও সহজ হবে। মেট্রো করে মাঝেরহাট পৌঁছে সেখান থেকে অন্যত্র যাওয়া সুবিধা হবে

Read more Photos on
click me!

Recommended Stories