এবার কি জেল থেকে ছাড়া পাবে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়? জল্পানা শুরু হয়েছে। তাঁর বিরুদ্ধে স্কুল শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের শেষ মামলাটিরও শুনানি শেষ হয়েছে। তাই তাঁর জেল মুক্তি নিয়ে জল্পনা তুঙ্গে।
26
কলকাতা হাইকোর্টে মামলা
নিয়োগ দুর্নীতিকাণ্ডের একটি মামলায় কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন জানিয়ছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা পার্থ চট্টোপাধ্য়ায়। সেই মামলাটির শুনানি বিচাপরপতি শুভ্রা ঘোষের বেঞ্চে শেষ হয়েছে। রায় সংরক্ষণ করেছেন বিচারপতি। এই মামলায় যদি পার্থর জামিন মঞ্জর করে আজালত তাহলে তিনি জেল থেকে বেরোতে পারবেন।
36
২০২২ সাল থেকেই জেলবন্দি পার্থ
নিয়োগ দুর্নীতিকাণ্ডে ২০২২ সাল পুজোর আগে থেকে জেলবন্দি পার্থ চট্টোপাধ্য়ায়। ২০২২ সালে কেন্দ্রীয় সংস্থা ইডি প্রথমে গ্রেফতার করেছিল পার্থ চট্টোপাধ্য়ায়কে। সেই থেকেই তিনি জেলে রয়েছেন। যদিও আগেই সুপ্রিম কোর্টের নির্দেশে ইডির দায়ের করা মামলায় তিনি জামিন পেয়েছেন।
নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সিবিআই-এর একাধিক মামলা থেকেও জামিন পেয়েছেন পার্থ। চলতি মাসের শুরুতে নবম-দশম, একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ মামলায় আলিপুরের বিশেষ সিবিআই সাত হাজার টাকা ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জর করেছে। এখন শুধুমাত্র বাকি রয়েছে প্রাথমিক নিয়োগ মামলা।
56
পার্থর আইনজীবীর বক্তব্য
পার্থ চট্টোপাধ্য়ায়ের আইনজীবী জানিয়েছেন, প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেয়ে গেলে তাঁর মক্কেল জেল থেকে বেরোতে পারেন. তবে শুনানি শেষ হলেও এখনও পর্যন্ত রায় ঘোষণ করা হয়নি। রায় ঘোষণা হলেই গোটা বিষয়টি স্পষ্ট হবে।
প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্য়ায়ের বিরুদ্ধে গত ২৭ ডিসেম্বর চার্জশিট পেশ করেছিল সিবিআই। তাতে পার্থ ছাড়াও নাম ছিল অয়ন শীল, সন্তু গঙ্গোপাধ্য়ায়-সহ অনেকের। এই মামলার রাজসাক্ষী কল্যাণময় ভট্টাচার্য। নিয়োগ মামলায় একাধিক ব্যক্তি ইতিমধ্য়েই জামিন পেয়েছেন।
66
টাকা উদ্ধার
নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্য়ায় ও তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্য়ায়ের বাড়িতে তল্লাশি চালিয়েছে ৫০ কোটি টাকা নগদ উদ্ধার কেরছিল ইডি। প্রচুর পরিমণে সোনাদানা উদ্ধার করেছিল। সব মিলিয়ে সম্পত্তির পরিমাণ ছিল প্রায় ৬০ কোটি টাকা। যা বাজেয়াপ্ত করেছে ইডি।