৫ বছরে প্রায় দ্বিগুণ সম্পত্তি-আঙুলে ১৫ লাখি আংটি! কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে এখন কত টাকা আছে জানেন?

Published : May 01, 2024, 04:18 PM IST
 kalyan banerjee

সংক্ষিপ্ত

সদ্য জমা দেওয়া হলফনামা অনুসারে, কল্যাণের কাছে ২৫০ গ্রামের একটি সোনার আংটি রয়েছে। ১৫ এপ্রিলের নিরিখে যার দাম ১৫ লক্ষ। অন্যদিকে তাঁর বইয়ের দাম প্রায় ১ কোটি টাকা। শ্রীরামপুরের তৃণমূল প্রার্থীর স্থাবর সম্পত্তির পরিমাণ ৩ কোটি ৫০ লক্ষ ১০ হাজার টাকা।

শ্রীরামপুরের বর্তমান সাংসদ তিনি। ফের তাঁকে চলতি লোকসভা ভোটে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দুঁদে এই আইনজীবী রাজনীতির ময়দানেও অতি পরিচিত মুখ। এই মুহূর্তে জোরকদমে ভোট প্রচার করছেন তিনি। তাঁকে ঘিরে একাধিক বিতর্ক থাকলেও এলাকার দাপুটে নেতা হিসেবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিকল্প এই মুহুর্তে নেই। চলুন এক নজরে দেখে নেওয়া যাক দুঁদে এই রাজনীতিকের সম্পত্তির পরিমাণ।

সদ্য জমা দেওয়া হলফনামা অনুসারে, কল্যাণের কাছে ২৫০ গ্রামের একটি সোনার আংটি রয়েছে। ১৫ এপ্রিলের নিরিখে যার দাম ১৫ লক্ষ। অন্যদিকে তাঁর বইয়ের দাম প্রায় ১ কোটি টাকা। শ্রীরামপুরের তৃণমূল প্রার্থীর স্থাবর সম্পত্তির পরিমাণ ৩ কোটি ৫০ লক্ষ ১০ হাজার টাকা। তাঁর অস্থাবর সম্পত্তির পরিমাণও রীতিমতো চোখধাঁধানো। কল্যাণের অস্থাবর সম্পত্তির পরিমাণ ২৪ কোটি ২০ লক্ষ ১৭ হাজার ৯৩৫ টাকা। সেই সঙ্গেই ১৩ লক্ষ ৬০ হাজার ৩৯৮ কোটি টাকার ঋণ রয়েছে তৃণমূল প্রার্থীর।

শ্রীরামপুরের জোড়াফুল প্রার্থীর বাড়ি ও ফ্ল্যাট মিলিয়ে ৩টি বাসস্থান আছে। যার বাজারদর ৩ কোটি টাকা। এছাড়া বাঁকুড়ায় প্রায় ৬ লাখ টাকার জমিও রয়েছে তাঁর। অন্যদিকে তাঁর স্ত্রীয়ের নামেও একটি বাড়ি ও ফ্ল্যাট আছে। যার আনুমানিক বাজার দর ১২ লাখ টাকা। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী ছবি বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির পরিমাণ ৭৭,৬৮,৯৬৮ লাখ টাকা।

উনিশের নির্বাচনের সময় তৃণমূলের এই নেতার দু’টি চার চাকা গাড়ি ছিল। দু’টির মূল্যই ছিল লক্ষাধিক। একটি দাম ১৮ লাখ এবং ওপরটি ১৫ লাখ। তবে একুশ সালে প্রায় ২৩ লক্ষ টাকা দিয়ে একটি গাড়ি কেনেন কল্যাণ। উনিশ সালে তাঁর নামে ২৫০ গ্রাম সোনা ছিল। তখন দাঁড়িয়ে যার বাজারদর ছিল প্রায় ৮ লাখ টাকা। এছাড়া তাঁর স্ত্রীয়ের নামে ছিল ৪০০ গ্রাম সোনা। যার বাজারমূল্য ছিল ১৩ লাখ টাকা।

উনিশের লোকসভা ভোটের আগে ব্যাঙ্ক-পোস্ট অফিস মিলিয়ে কল্যাণের ৫,৯৭,৭৯,৬৮৭ টাকা ছিল। এছাড়া এলআইসি, জীবনবিমাতেও টাকা রেখেছিলেন এই নেতা, বিনিয়োগ করেছিলেন মিউচুয়াল ফান্ডেও। বিনিয়োগের অঙ্কটা প্রায় সাড়ে ৩ কোটি। সব মিলিয়ে, সেই সময় দাঁড়িয়ে শ্রীরামপুরের বিদায়ী সাংসদের মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ছিল ১৩,৬০,৯৯,৯৩২ টাকা। ২০১৭-১৮ আর্থিক বছরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আয়ের পরিমাণ ছিল ৩,৬৫,৯৭,১২০ টাকা।

চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Sukanta Majumdar: ‘যোগীজির প্রশাসনের সামনে পড়লে প্যান্ট খুলে পালাত!’ মণিরুল ইসলামকে কটাক্ষ সুকান্তর
Suvendu Adhikari: ‘বিজেপি এলে হুমায়ুনের নাম মুছে দেব!’ বাঁকুড়ায় গর্জে উঠলেন শুভেন্দু