রাজ্য সরকারি কর্মীরা এবারও সরব হলেন সপ্তম বেতন কমিশন নিয়ে। কেন্দ্রীয় সরকার যখন অষ্টম বেতন কমিশন কার্যকর করতে চলছে, তখন রাজ্যের সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের অধীনে বেতন পাচ্ছেন।
রাজ্য সরকারি কর্মীরা এবারও সরব হলেন সপ্তম বেতন কমিশন নিয়ে। কেন্দ্রীয় সরকার যখন অষ্টম বেতন কমিশন কার্যকর করতে চলছে, তখন রাজ্যের সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের অধীনে বেতন পাচ্ছেন।
25
নবান্নে চিঠি
সপ্তম বেতন কমিশন গঠনের দাবিতে রাজ্য সরকারি কর্মীদের সংগঠন ইউনিটি ফোরাম নবান্নে সম্প্রতি একটি চিঠি পাঠিয়েছে। আইনি নোটিশটি মুখ্যসচিব ও অর্থ দফতরের মুখ্যসচিবকে পাঠান হয়েছে।
35
নোটিশে প্রশ্ন
ইউনিটি ফোরামের পক্ষ থেকে দেবপ্রসাদ হালদার ও পলাশ দত্ত নোটিশ পাঠিয়েছেন। সেখানে জানতে চাওয়া হয়েছে রাজ্য সরকার রাজ্যের সরকারি কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশন নিয়ে কী কী চিন্তাভাবনা করছে। নোটিশে ষষ্ঠ বেতন কমিশনের প্রসঙ্গও তুলে ধরা হয়েছে।
রাজ্য সরকারি কর্মীদের পক্ষ থেকে বঞ্চনার অভিযোগও করা হয়েছে। ষষ্ঠ বেতন কমিশন প্রায় ৪ বছর পরে ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে জমা পড়েছিল। সেটিতে একাধিক অসঙ্গতি রয়েছে। ষষ্ঠ বেতন কমিশনের জন্য রাজ্যের সরকারি কর্মীরা প্রায় ৪৮ মাসের বেসিক বেতন, মহার্ঘ ভাতা ও বাড়ি ভাড়া থেকে বঞ্চিত।
55
ডিএ নিয়ে লড়াইয়ের মধ্যে নতুন নোটিশ
রাজ্য সরকারি কর্মীরা দীর্ঘ দিন ধরেই ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে আইনি লড়াই করছেন। কিন্তু সুপ্রিম কোর্টের রয়েছে ডিএ মামলা। কেন্দ্রের তুলনায় রাজ্যের সরকারি কর্মীরা প্রায় ৪০% ডিএ কম পাচ্ছেন। কেন্দ্রের কর্মীরা পান ৫৮ শতাংশ ডিএ। আর রাজ্যের কর্মীরা পান ১৮ শতাংশ ডিএ। সবদিক থেকেই রাজ্যের সরকারি কর্মীরা বঞ্চিত হচ্ছেন বলেও অভিযোগ করছেন তাঁরা।