বছর শেষের আগেই রাজ্যে বাড়ল মদের দাম, কিনতে গিয়ে কত টাকা গুণতে হবে সুরাপ্রেমিদের?

Published : Dec 01, 2025, 04:55 PM IST

WB Liquor Price Hike: পূর্ব ঘোষণা মতোই মাসের শুরু রাজ্যজুড়ে বাড়ল সুরার দাম। এক ধাক্কায় কতটা বাড়ল দাম? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
15
রাজ্যে ফের বাড়ল মদের দাম

আগেই ঘোষণা করা হয়েছিল। সেইমতো ১ ডিসেম্বর অর্থাৎ সোমবার থেকে পশ্চিমবঙ্গে একধাক্কায় অনেকটাই বাড়ল মদের দাম। ১ ডিসেম্বর থেকে মদের দাম বৃদ্ধির ক্ষেত্রে কার্যকর হলো নতুন শুল্ক। ফলে রাজ্য আজ থেকে বিয়ার ছাড়া সব ধরনের দেশি ও বিদেশি মদের ওপর বাড়ল শুল্ক। 

25
কত টাকা করে বাড়ল মদের দাম?

এই বিষয়ে রাজ্য আবগারি দফতর সূত্রে খবর, সোমবার থেকে নয়া শুল্কনীতি কার্যকর হওয়ার পর থেকে ৭৫০ মিলিলিটারের বিদেশি মদের বোতলের দাম বৃদ্ধি পেয়েছে অন্তত ৩০ থেকে ৪০ টাকা। এবং ১৮০ মিলিলিটারের প্যাকের দাম বেড়েছে ১০ টাকা। ফলে ১৮০ মিলিলিটারের প্যাকের বোতল কিনতে গেলেও সুরাপ্রেমিদের গুণতে হবে অতিরিক্ত ১০ টাকা। 

35
হঠাৎ কেন দাম বৃদ্ধি

এই বিষয়ে রাজ্য আবগারি দফতর অবশ্য আগেই বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল যে, বছর শেষে ডিসেম্বর মাস থেকে বাড়তে পারে মদের দাম। সেইমতো পুরনো দামে ৩০ নভেম্বরের মধ্যে সকল মদ বিক্রি করে দেওয়ার কথা জানানো হয়েছিলো। ফলে আগে মজুত থাকা পানীয় সহ নতুন সুরা ১ ডিসেম্বর থেকে নয়া দামেই বিক্রি করতে হবে বলেই জানিয়েছে রাজ্য আবগারি দফতর। 

45
লাইসেন্স বাতিল হবে বিক্রেতাদের?

জানা গিয়েছে, ১ ডিসেম্বর অর্থাৎ সোমবার থেকে সুরার বোতলের গায়ে নতুন মূল্যের স্টিকার লাগানো থাকবে। ফলে কেউ পুরনো স্টিকার লাগানো বোতল বিক্রি করলে বা ক্রেতাদের কাছ থেকে আগের দাম রাখলে শাস্তির মুখে পড়তে পারেন বিক্রেতা। এক্ষেত্রে ধরা পড়লে জেল জরিমানা, লাইসেন্স বাতিলও হতে পারে। 

55
ভোটের বাংলায় রাজস্ব বৃদ্ধি!

হঠাৎ মদের দাম বৃদ্ধি নিয়ে  অনেকেই মনে করছেন ভোটমুখি বাংলায় রাজস্ব ভরাতে নতুন সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের। অন্যদিকে ২০২৫–২৬ অর্থবর্ষে প্রায় ৪,০০০ কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আসবে বলে আশা করছেন প্রশাসনের আধিকারিকদের একাংশ। রাজনৈতিক মহলের কেউ কেউ মনে করছেন, রাজস্ব বৃদ্ধি করে যে টাকা আসবে রাজ্যের কাছে, তা উন্নয়নমূলক প্রকল্পে বরাদ্দ করা হতে পারে।

Read more Photos on
click me!

Recommended Stories